কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে জি বাংলার পর্দায় নিয়মিত দেখা যায়। নানা ধরনের খাবারের ঝুলি নিয়ে হাজির হন তিনি। কিন্তু জানেন কি রান্নাঘরের বর্তমান সঞ্চালিকার জীবনের সবথেকে কঠিন সময়েও পাশে ছিল এই জি বাংলা। কীভাবে? নিজেই এদিন সেই কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
আরও পড়ুন: নতুন রূপে নতুন ভাবে ফিরছে আসমা-অর্ণব! ‘প্রিয় বন্ধু’ নিয়ে শহরে আসছেন অঞ্জন, কবে কোথায় হবে শো?
কী জানিয়েছেন কনীনিকা?
এদিন স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্ট শোতে এসেছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি তাঁর জীবনের সবথেকে কঠিন সময়, গর্ভাবস্থায় প্রথম সন্তানকে হারানোর কথা ভাগ করে নেন। বলেন, 'আমার যখন গর্ভাবস্থার ৪ মাস তখন আমি আমার সন্তানকে হারিয়ে ফেলি। দারুণ শক পেয়েছিলাম।'
তিনি এদিন এই বিষয়ে আরও বলেন, 'আমি ঘেঁটে গেছিলাম যেটাকে বলে। আমার সব কিছুই দিকশূন্য মনে হচ্ছে। আমার কিছুই ভালো লাগছিল না। ফিরতেও ইচ্ছে করছে না শ্বশুর বাড়িতে। আমার সেই সময় হাম হয়েছিল, তাই সন্তানকে অ্যাবর্ট করতে হল। আমি তখন খালি ঈশ্বরকে ডেকে যাচ্ছিলাম, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছিলাম যেন আমি কাজ পাই। কারণ আমি আর ঘরে বসে থাকতে পারছিলাম না। আমার কোথাও একটা যেতে হতো।' আর এই কঠিন সময়ই কনীনিকার জীবনে আসে অন্দরমহল।
অন্দরমহল কনীনিকার জীবনের কাহিনি বলেই এদিন দাবি করেন অভিনেত্রী। তিনি বলেন, 'সেই সময় আমার জীবনে আসে সেই সিরিয়াল, অন্দরমহল। আর সেটাই আমার জীবন ছিল। অন্দরমহল যে সিরিয়ালটা হতো দেখতে গেলে সেটা আমার জীবনের গল্প। আমি যখন হ্যাঁ বলেছিলাম ওরা একটা অন্য গল্প বলেছিল। কিন্তু যখন সেটে যাই তখন ওই গল্পটা আমার ছিল। ওই চরিত্রটাই আমি ছিলাম। ওই চরিত্রটাকে তুলে আনা হয়েছে বাংলা ধারাবাহিকের ফরম্যাটে। ওখানে আমার এক সৎ মেয়েকে দেখানো হয়েছে যে আমায় পছন্দ করত না, লড়াই করা, তারপর সে মেয়েটার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, ভালোবাসা তৈরি হওয়া দেখানো হয়। ওটা চলছিল।'
আরও পড়ুন: আমেরিকার রাস্তা জুড়ে 'রাজ'পুত্রের গ্রাফিতি! ছেলের কাণ্ড শেয়ার করে কী লিখলেন শুভশ্রী?
কনীনিকা এদিন একই সঙ্গে জানান, 'তার দেড় দুই বছর পর আমি আবার গর্ভবতী হই। তার মাঝে আমি হামি করি। সঙ্গে আরও দুটো ছবি, মুখার্জি দার বউ আর কণ্ঠ। কিয়াকে দুই মাসের পেটে নিয়ে আমি মুখার্জি দার বউ করেছি। আমাকে আমার এই বিয়েটা অনেক কিছু দিয়েছে। সুরজিৎ আমার জন্য খুব লাকি।'