৮০-৯০ দশকের ছেলে, মেয়েদের কাছে শ্রুতি নাটক বিনোদনের একটা অন্যতম মাধ্যম ছিল। প্রিয় বন্ধু একটা আবেগ ছিল তাঁদের কাছে। এবার সেই শ্রুতি নাটকের দ্বিতীয় ভাগ আসছে। হ্যাঁ, একদমই তাই। কে ঘোষণা করলেন? স্বয়ং অঞ্জন দত্ত।
আরও পড়ুন: 'বৌঠান'কে ভুলে অন্য নারীর সঙ্গে জন্মদিন পালন! এবার কি তবে দূরত্ব বাড়বে স্বতন্ত্র-কমলিনীর?
কী ঘোষণা করলেন অঞ্জন দত্ত?
অঞ্জন দত্ত সম্প্রতি জানিয়েছিলেন তিনি আর নাটকের মঞ্চে ফিরবেন না। তাঁর শেষ নাটক আরও একটা লিয়র। একাধিক শো শহরের বুকে অনুষ্ঠিত হয়ে গিয়েছে সেই নাটকের। তবে নাটকের মঞ্চকে বিদায় জানালেও এবার একদম নতুন রূপে শ্রুতি নাটক নিয়ে তিনি মঞ্চে ফিরছেন। সঙ্গে ফিরছেন বাঙালির দুই পছন্দের চরিত্র আসমা চৌধুরী জয়িতা এবং অর্ণব ওরফে ন্যাবা। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন প্রিয় বন্ধু ২ অর্থাৎ সিক্যুয়েল আসছে এই হিট শ্রুতি নাটকের।
এদিন এই বিষয়টা ঘোষণা করে অঞ্জন দত্ত লেখেন, '২৭ বছর পর আমরা আবার ফিরছি প্রিয় বন্ধু শ্রুতি নাটকের শিক্যুয়েল নিয়ে।
প্রিয় বন্ধু ২ প্রসঙ্গে
প্রিয় বন্ধু ২ তে উঠে আসবে ২৭ বছর পর কী ঘটল সেই কথা।' অঞ্জন দত্ত প্রোডাকশন নিবেদন করছে এই প্রিয় বন্ধু ২, এ সিক্যুয়েল। আগামী ৩০ মে মঞ্চস্থ হবে এই শ্রুতি নাটক। কোথায়? জ্ঞান মঞ্চে। সেদিন সন্ধ্যা ৭ টায় শুরু হবে প্রিয় বন্ধু ২। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি।
স্বাভাবিকভাবেই এই ঘোষণা হওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'অর্ণব চট্টোপাধ্যায় ওরফে ন্যাবা এবং আসমা চৌধুরী জয়িতা ওয়েলকাম ব্যাক।' কেউ আবার জিজ্ঞেস করেন, 'পরে কি পাবলিশ হবে কোথাও? আমাদের মতো যারা যেতে পারবে না তাদের জন্য?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে! টিকিট কাটা হয়ে গেছে, গতকাল জ্ঞান মঞ্চের লাইনে দাঁড়িয়েই।'
আরও পড়ুন: কালবৈশাখীতে ঝরে থেঁতলে যাওয়া আম কেবলই রূপক! সমাজকে কোন বার্তা দিলেন লাফটারসেন?
আরও পড়ুন: 'যে মহিলার অনেক গুণ তার সঙ্গী পাওয়া মুশকিল', হঠাৎ কেন এমন দাবি করলেন স্বস্তিকা?
প্রসঙ্গত অভিনেতা অঞ্জন দত্তকে আগামীতে দর্শকরা দেখতে পাবেন শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিতে। পথিকৃৎ বসুর এই ছবিতে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসুর সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্তকে।