বক্স অফিসে সোমবার আসতেই ফের কমেছে ডাঙ্কি এবং সালারের আয়। তৃতীয় সোমবার দেড় কোটির কিছু বেশি আয় করে শাহরুখের ছবি। অন্যদিকে প্রভাসের সালার ঘরে তুলল ২ কোটির বেশি। বর্তমানে মোট কত আয় করল এই দুই ছবি?
ডাঙ্কি ছবির বক্স অফিস কালেকশন
তৃতীয় সোমবার, অর্থাৎ ৮ জানুয়ারি বক্স অফিসে ডাঙ্কি মাত্র ১.৬০ কোটি টাকার ব্যবসা করেছে। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। প্রথম সপ্তাহে শাহরুখের ছবি ১৬০.২২ কোটি টাকা ঘরে তোলে। দ্বিতীয় সপ্তাহে সেটা কমে হয় ৪৬.২৫ কোটি। তৃতীয় সপ্তাহের শুক্রবার ২.২৫ কোটি টাকা আয় করে ডাঙ্কি। এরপর শনি এবং রবিবার এটি যথাক্রমে ৩.৬ কোটি এবং ৪.২৫ কোটি টাকা আয় করেছে। ফলে এখন ডাঙ্কির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২১৮.১৭ কোটি টাকায়।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মুগ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, 'সাইজেই খালি ছোট'
আরও পড়ুন: সন্দীপ রেড্ডি ভাঙা জাভেদ আখতারকে ‘ভুয়ো’ বলতেই ফুঁসে উঠল নেটপাড়া, টুইটারে পোস্ট শিল্পীর সেরা কাজের নমুনা
সালার ছবিটির আয়
প্রভাস অভিনীত সালার মুক্তির তৃতীয় সোমবার ২.২৫ কোটি টাকা করেছে। এটি প্রথম সপ্তাহে ৩০৪ কোটি আয় করে। দ্বিতীয় সপ্তাহে মাত্র ৭০.১ কোটিই ঘরে তুলতে পারে এই ছবি। তারপর তৃতীয় সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার যথাক্রমে ৩.৬৫ কোটি, ৫.৪৫ কোটি এবং ৬.০৫ কোটি টাকা আয় করেছে। ফলে এখন এই ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩৯৫.৫০ কোটি টাকায়।
ডাঙ্কি প্রসঙ্গে
২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এই ছবিটি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে শাহরুখ খান ছাড়াও আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার, প্রমুখ। এখানে ডঙ্কি পদ্ধতিতে দেশ ছেড়ে পালানোর কষ্ট সহ পরিণাম তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: আকাশে ওড়ার জন্য প্রস্তুত হৃতিক-দীপিকা, ফাইটারের নতুন গান ‘হীর আসমানি’তে রয়েছে দেশাত্মবোধের ছোঁয়া
সালার প্রসঙ্গে
সালার সিজফায়ার পার্ট ১ ছবিটিতে প্রভাস ছাড়াও আছেন পৃথ্বীরাজ, শ্রুতি হাসান, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন প্রশান্ত নীল।