আইপিএলের আগে আন্তর্জাতিক ক্রিকেটে চেনা ছন্দে ছিলেন না। ফলে সূর্যকুমার যাদব আইপিএলে কেমন পারফর্ম্যান্স মেলে ধরবেন, সেই বিষয়ে অনিশ্চয়তা ছিলই। টুর্নামেন্ট শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে সূর্যকুমারের অফ-ফর্ম নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হয়। জবাবে হার্দিক স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি সূর্যর ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন।
তাঁর ফর্ম নিয়ে বাস্তবিকই যে দুশ্চিন্তার কোনও কারণ নেই, সূর্যকুমার যাদব বুঝিয়ে দিলেন আরও একবার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০২৫-এর প্রথম তিন ম্যাচেই সফল সূর্য। বিশেষ করে যে রকম আগ্রাসী মেজাজে ব্যাট করছেন স্কাই, তাতে এবারের আইপিএলে বেশ কিছু রেকর্ড ভেঙে দিতে পারেন মুম্বই তারকা।
অবশ্য আইপিএলের মঞ্চে রেকর্ড গড়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সূর্যকুমার যাদব। তিনি সোমবার ওয়াংখেড়েতে আক্ষরিক অর্থেই দুর্দান্ত একটি ব্যক্তিগত নজির গড়ে ফেলেন। এই নিরিখে অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়া হয়নি সূর্যর। বিশ্বরেকর্ড রয়েছে এমন একজনের নামে, যিনি সোমবার ওয়াংখেড়েতে প্রতিপক্ষ শিবিরের হয়ে মাঠে নামেন।
সোমবার ওয়াংখেড়েতে কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে সূর্যকুমার ৯ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এমন আগ্রাসী ইনিংস খেলার পথে সূর্য ৩টি চার ও ২টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, সূর্যকুমার এদিন ঘরোয়া ও অন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৮ হাজার রানের মাইলস্টোন টপকে যামন।
মাইলস্টোন ছুঁতে সূর্যর দরকার ছিল মোটে ২০ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন। কেকেআর ম্যাচের পরে টি-২০ ক্রিকেটে সূর্যকুমারের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৮০০৭ রান। তিনি ৩১২টি টি-২০ ম্যচের ২৮৮টি ইনিংসে ব্যাট করতে নেমে এই কৃতিত্ব অর্জন করে। সূর্যকুমার যাদব টি-২০ ক্রিকেটে মোট ৬টি সেঞ্চুরি করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৫৪টি।
দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৮০০০ রান
আরও উল্লেখযোগ্য বিষয় হল, সব থেকে কম বল খেলে টি-২০ ক্রিকেটে ৮০০০ রান করার নিরিখে সার্বিক তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেন সূর্যকুমার। তিনি এই মাইলস্টোনে পৌঁছতে খরচ করেন ৫২৫৬টি বল। টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে ৮০০০ রান করার বিশ্বরেকর্ড রয়েছে কেকেআরের আন্দ্রে রাসেলের নামে। তিনি ৪৭৪৯টি বল খেলেই এই কৃতিত্ব অর্জন করেন। সুতরাং, দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করার নজির গড়েন সূর্য।