ভারত ও পাকিস্তানের মহারণ। কিন্তু মহম্মদ শামির প্রথম বলটার সময়ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম কাণায়-কাণায় ভরতি হল না। স্টেডিয়ামের একাংশে তেমন দর্শক দেখা গেল না। যদিও ঠিক কী কারণে দুবাইয়ের স্টেডিয়ামে ঠাসা দর্শক দেখা যায়নি, তা অবশ্য স্পষ্ট নয়। কারণ যে সংখ্যক টিকিট ছাড়া হয়েছিল, তা পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছে। অনেকের মতে, দুবাইয়ের যানজটের কারণে ফ্যানদের হয়তো আসতে দেরি হচ্ছে। স্টেডিয়ামের আশপাশের রাস্তায় সারি দিয়ে একের পর এক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এমনকী যানজটে ফেঁসে গিয়ে টসের মাত্র ৩০ মিনিট আগে দুবাই স্টেডিয়ামে পৌঁছায় ভারতীয় দল। তাছাড়া প্রবল রোদও আছে। আর পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম জানিয়েছেন, স্টেডিয়ামের বাইরে প্রচুর মানুষের ভিড় আছে। তাঁরও পৌঁছাতে ৪৫ মিনিট লেগে গিয়েছে।
'পিছনে অর্ধেক ভরতি স্টেডিয়াম দেখা যাচ্ছে'
আর মাঠের একাংশ ফাঁকা থাকার মধ্যেই টসের সময় রবি শাস্ত্রীর একটি মন্তব্য নিয়ে নেটিজেনদের কেউ-কেউ কটাক্ষ করেছেন। রবিবার টসের সময় ভারতের প্রাক্তন তারকা তথা ধারাভাষ্যকার বলেন যে ‘বক্স-অফিস ম্যাচ পুরো’। আর তা নিয়ে এক নেটিজেন কটাক্ষ করে বলেন, ‘রবি শাস্ত্রী বললেন যে বক্স অফিস পুরো। আর পিছনে অর্ধেক ভরতি স্টেডিয়াম দেখা যাচ্ছে।’ একই মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ।
রোহিতকে ‘পাঞ্চিং মেশিন’ বললেন শাস্ত্রী, হেসে খুন নেটপাড়া
তবে শাস্ত্রীর শুধুমাত্র সেই মন্তব্য নিয়ে নেটপাড়ায় আলোচনার ঝড় ওঠেনি। টসের সময় যেভাবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ‘পাঞ্চিং মেশিন’ বলে উল্লেখ করেন, তাতেও হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। নিজের ট্রেডমার্ক স্টাইলে শাস্ত্রী বলেন, ‘সবুজ বনাম নীল - ডেজার্ট ক্লাসিক। পুরো খেলাধুলোর জগতে অন্যতম বৃহত্তম হেভিওয়েট লড়াই। ভারত বনাম পাকিস্তানের লড়াই। এটা বক্স অফিস। এটা চ্যাম্পিয়ন্স ট্রফির। আর সংযুক্ত আরব আমিরশাহি থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে।’
সেখানেই থামেননি শাস্ত্রী। তিনি বলেন, ‘সবুজ কর্নারে পাকিস্তানের হয়ে আছে মহম্মদ রিজওয়ান। আর জ্যাব, আপার-কাট নিয়ে নামছে। আর নীল কর্নারে আছে (ভারতীয় অধিনায়ক) রোহিত শর্মা। দ্য পাঞ্চিং মেশিন।’ সেইসঙ্গে ম্যাচ রেফারি ডেভিড বুনকেও ‘হেভিওয়েট’ বলে পরিচয় করিয়ে দেন শাস্ত্রী। যে মন্তব্যে হেসে খুন হয়ে গিয়েছেন নেটিজেনরা। তাঁরা বলতে শুরু করেছেন, ‘রবি শাস্ত্রীর চরিত্র একেবারে আলাদাই।’
আরও পড়ুন: IND vs PAK, Champions Trophy Live: বাবরের পর আউট ইমাম, চাপে পাকিস্তান! মাঠে ফিরলেন শামি
পাকিস্তান এগিয়ে যাচ্ছিল, ম্যাচে ফিরল ভারত
সেইসবের মধ্যেই প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫৯ রানে দু'উইকেট। ২৬ বলে ২৩ রান করেছেন বাবর আজম। ২৬ বলে ১০ রান করে আউট হয়ে গিয়েছেন ইমাম-উল-হক। বাবরকে আউট করেছেন হার্দিক পান্ডিয়া। আর অক্ষর প্যাটেলের থ্রোয়ে রান-আউট হয়ে যান ইমাম। আপাতত ক্রিজে আছেন মহম্মদ রিজওয়ান এবং সউদ শাকিল। রিজওয়ান খেলছেন ছয় রানে। শাকিল সাত রানে ব্যাট করছেন।