জুনিয়র ডাক্তারদের আন্দোলন মানেই সেটা যেন এলিট, শিক্ষিত শ্রেণির আন্দোলন। শহরকেন্দ্রিক আন্দোলন। সেখানে গ্রামে গঞ্জের মানুষের বিশেষ জায়গা নেই। এমন সমালোচনা কম কিছু হয়নি। অনেকেই বলেন চিকিৎসকরা অনেকেই গ্রাম থেকে উঠে এলেও তাঁদের আন্দোলন কেবলমাত্র শহরকেন্দ্রিক। বাংলার গ্রামে তার বিশেষ কোনও প্রভাব পড়ে না। গ্রামের মানুষ টিভিতে দেখেন, কাগজে পড়েন। কিন্তু এই আন্দোলনের সঙ্গে আপামর গ্রামবাসীর কোনও যোগাযোগ গড়ে ওঠেনি। বরং গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেলে চিকিৎসকদের উপর রাগই করেন গ্রামের অনেকে।
তবে এবার চিকিৎসকদের গণকনভেনশনে শহরকেন্দ্রিক আন্দোলনের অভিমুখ কিছুটা বদলে গ্রামের দিকে করার ব্যাপারে কথাবার্তা হল। আরজি করের গোল্ডেন জুবিলি ভবনে সেই সংক্রান্ত আলোচনা হল। সেখানে উঠে এল শহরকেন্দ্রীক আন্দোলন থেকে কিছুটা মুখ ঘুরিয়ে গ্রামের দিকে নিয়ে যাওয়ার প্রসঙ্গ।
বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার আন্দোলনের নানা গতি প্রকৃতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, প্রথম যখন ৯ তারিখের ঘটনা শুনেছি তখন বিশ্বাস করতে পারিনি এমন কিছু ঘটতে পারে। অনেকেই জিজ্ঞাসা করেন কোথা থেকে আমরা এত জোর পাচ্ছি। এই ঘটনা আমাদের মানসিক জোর দিচ্ছে। ৯ তারিখের ঘটনার কূল কিনারা হয়নি। ১৪ তারিখের ভাঙচুরের ঘটনারও তদন্ত হয়নি। এই লড়াই থেকে অনেক কিছু পেয়েছি। আজ যখন আমাদের এখানে গণকনভেনশন হচ্ছে তখন নাকি একটা নতুন একটা সংগঠন তৈরি হয়েছে।