ফের নিউটাউনে বহুতল থেকে মরণঝাঁপ। নিউটাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ওই গৃহবধুর নাম কবিতা কৌর (৩৫)। বৃহস্পতিবার গভীর রাতে নিউটাউনের এই বিলাসবহুল আবাসন থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে আবাসনে।
আরও পড়ুন: নিউটাউনে ১৪ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তথ্যপ্রযুক্তির কর্মী
এই ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ। বিলাসবহুল আবাসনে থাকলেও কবিতার সঙ্গে তার স্বামীর বনিবনা ছিল না। তাদের মধ্যে নিত্যকলহ লেগেই থাকত। প্রায় এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছে। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন কবিতা। সেই অবসাদ থেকে গতকাল রাতে আচমকা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কবিতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে টেকনোসিটি থানার পুলিশ। এটি আদৌও আত্মহত্যার ঘটনা কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তাদের মধ্যে কী নিয়ে সমস্যা ছিল ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে।