অতীতে কলকাতা থেকে শিলিগুড়ি এবং আসানসোল থেকে দুর্গাপুর হয়ে শিলিগুড়ি পর্যন্ত নন-এসি বাস পরিষেবা চালু ছিল। কিন্তু রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর শুরু হচ্ছে ফের শুরু হচ্ছে শিলিগুড়িগামী নন-এসি বাস পরিষেবা।শুক্রবার কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কসবা ডিপোয় এই বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ডিসেম্বরের ১ তারিখ থেকে এই বাসগুলি কলকাতা এবং আসানসোল থেকে শিলিগুড়ি পর্যন্ত চলবে।গত বছর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম আসানসোল এবং দুর্গাপুর থেকে দিঘা ও পুরিগামী বাস পরিষেবা শুরু করেছে। যাত্রীদের বিপুল চাহিদা থেকে শিলিগুড়িগামী বাস চালু করার বিষয়টি ভাবনায় আসে নিগমের।নিগম সূত্রে খবর, প্রথমে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে পরিষেবা চালু হবে। আপ-ডাউন রুটে দুটি বাস চালানো হবে। নিগমের চেয়ারম্যান জানিয়েছেন, পরে ধাপে আসানসোল থেকে দুর্গাপুর হয়ে এবং পরে বাঁকুড়া পর্যন্ত বাস চালানো হবে।পুশ-ব্যাক আসনের সুবিধাযুক্ত বাসগুলির ভাড়া পড়বে ৫০০ টাকার কাছাকাছি। বাসগুলি ডিলাক্স শ্রেণির হবে। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে সময় লাগবে ১১ ঘণ্টা। অর্থাৎ রাতেও চলবে এই বাসগুলি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কাছে, ৯০টি সিএনজি চালিত বাস রয়েছে। নিগমের চেয়ারম্যান জানিয়েছেন, আরও ৯০টি নতুন বাস তাঁরা পাবেন। তিনি আরও জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে দূরপাল্লার বিভিন্ন রুটে ৮০০টি বাস চলবে।শিলিগুড়িগামী বাসগুলির পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হবে।