শুক্রবারেই (৭ জুলাই) রাশি পরিবর্তন শুক্র গ্রহের। জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের বিশেষ স্থান আছে। শুক্র গ্রহকে প্রেম, ধন-সম্পদের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী কয়েকদিন কুম্ভ রাশিতে থাকবেন শুক্রদেব। যতদিন কুম্ভ রাশিতে থাকবেন শুক্রদেব, ততদিন কয়েকটি রাশির জাতকদের অর্থের কোনও অভাব হবে না। সার্বিকভাবে শুক্রের গোচরের ফলে আজ থেকে চারটি রাশির জাতকদের ভাগ্যোদয় হচ্ছে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
আরও পড়ুন: Sawan Shiv Puja Totka: শ্রাবণে শিবের পুজো কী কী অর্পণ করলে সংসারে অর্থ, সমৃদ্ধি প্রাপ্তি হয়? জানুন
মেষ রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকদের মন প্রসন্ন থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে সুখবর মিলবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। উন্নতির পথ প্রশস্ত হবে। কথাবার্তার ক্ষেত্রে মাধুর্য বাড়বে। আয় বাড়বে। অর্থ সংক্রান্ত কোনও সমস্যা কেটে যাবে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। কাজের সূত্রে অন্যত্র যেতে হতে পারে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। কোনও কাজ শুরু করলে তাতে সাফল্য পাবেন। সাংসারিক জীবনে সুখ থাকবে।
আরও পড়ুন: মেষ থেকে মীন- জুলাইয়ে প্রেমে বাধা আসবে কোন কোন রাশির জাতকদের?
মিথুন রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল মিলবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারেন। চাকরিতে অন্যত্র বদলি হওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে অফিসারদের সহযোগিতা মিলবে। নয়া কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন মিথুন রাশির জাতকরা। কেউ কেউ সেই চাকরির প্রস্তাব গ্রহণ করবেন। সেরকমই যোগ তৈরি হচ্ছে। মনে শান্তি থাকবে। প্রসন্ন থাকবে মন। মা অথবা পরিবারের কোনও বয়স্ক মহিলার থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।