Hindustan Times
Bangla

শীতের পোশাক কেন ত্বকে অ্যালার্জি সৃষ্টি করে?

কিছু শীতের পোশাক যেমন সোয়েটার ইত্যাদি পরলে ত্বকে ফুসকুড়ি হয়।

এর একটি কারণ হতে পারে টেক্সটাইল ডার্মাটাইটিসের সমস্যা, একে উলের অ্যালার্জিও বলা হয়।

এতে আপনার ত্বক জামাকাপড়ের ফাইবারগুলির সঙ্গে প্রতিক্রিয়া করে।

এই সমস্যা এড়াতে সুতির পোশাক বা নরম পোশাক পরুন।

যাদের ত্বক সংবেদনশীল, তাঁরা শীতকালে এই সমস্যায় পড়েন।

পুরনো শীতের পোশাক রোদে রেখে দিয়ে, তারপর ড্রাই ক্লিন করেও পরতে পারেন।

caco88