By
Published 27 Apr, 2025
Hindustan Times
Bangla
বিয়ের ৩ মাসের মাথাতেই সন্তানের জন্ম দেন, আর এবার ছেলের ৩ মাস হতে না হতেই মন্দারমণি ঘুরে এলেন রূপসা চট্টোপাধ্যায়।
ছেলেকে নিয়ে রূপসার এই মন্দারমণি সফরে তাঁর সঙ্গী স্বামী সায়নদীপ সরকার ও পরিবারের অন্যান্যরা।
মন্দারমণির সমুদ্র সৈকতের সামনে মা-ছেলের নানান মুহূর্ত উঠে এসেছে রূপসার সোশ্যাল মিডিয়ায়।
মন্দারমণির হোটেল থেকে সমুদ্র দেখতে দেখতে মধ্যহ্নভোজ সারা, ঘুরে বেড়ানোর সমস্ত মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রূপসা।
মন্দারমণির হোটেলের ঘরে থাকা দোলনায় শুয়ে দিব্যি খোশ মেজাজে রূপসা-সায়নদীপের ছোট্ট ডুগ্গু।
কোলাঘাট হয়ে মন্দারমণি যাওয়া এবং ফেরা, ছেলে ডুগ্গুর প্রথম বেড়ানোর সমস্ত মুহূর্তই লেন্সবন্দি করেছেন রূপসা।
২৬ জানুয়ারি ভূমিষ্ট হয় রূপসা-সায়নদীপের ছেলে অগ্নিদেব, তার আদরের ডাক নাম ডুগ্গু।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…
caco88