টোকিও অলিম্পিক্সে ছেলেদের হকিতে নাকি ভারতকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে জার্মানি! বৃহস্পতিবার ব্রোঞ্জ মেডেল ম্যাচ শেষ হওয়ার পর হঠাৎ করে কেউ টেলিভিশনের পর্দায় চোখ রাখলে ধন্দে পড়াই স্বাভাবিক। মাঠে সেলিব্রেট করছে ভারতীয় দল। হতাশায় ভেঙে পড়েছেন জার্মাননা। অথচ টেলিভিশন গ্রাফিক্সে ব্রোঞ্জ জয়ী হিসেবে লেখা রয়েছে জার্মানির নাম।
আসলে অফিসিয়াল ব্রাডকাস্টারদের ভুলে দর্শকদের এমন ভ্রান্ত ধারণা হওয়াই স্বাভাবিক। কেননা সম্প্রচারকারী সংস্থা ভুল করে ছেলেদের হকির ব্রোঞ্জ জয়ী হিসেবে ঘোষণা করে দেয় জার্মানিকে।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।