পাকিস্তান জিততেই লাইভ টিভিতে একেবারে নাচানাচি শুরু করলেন শোয়েব মালিক, ওয়াকার ইউনিসরা। পঞ্জাবি গানে ভাংড়া শুরু করে দেন তাঁরা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বুধবার নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। সেই ম্যাচে জয়ের পর পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টসের অনুষ্ঠানে উচ্ছ্বাস ফেটে পড়েন ওয়াকাররা। ভিডিয়োয় দেখা গিয়েছে, অনুষ্ঠান শুরু হতেই প্যাভিলিয়ন শুরু হতেই সঞ্চালক, শোয়েব ও ওয়াকাররা পঞ্জাবি গানে নাচতে থাকেন। ওয়াসিম আক্রম অনেক বেশি হাত নাড়াচ্ছেন। মিসবাহ-উল-হক মূলত হাততালি দিচ্ছেন। ওয়াকার এবং শোয়েবের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যায়। শোয়েব তো চেয়ার ছেড়ে নাচতে থাকেন।
তবে এই প্রথম নয়, এবারের বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানে ওঠার পর লাইভ স্টুডিয়োয় বসেই নাচতে শুরু করেছিলেন পাকিস্তানের দুই প্রাক্তন পেসার ওয়াকার, আক্রমরা। সেইসময় ইংরেজি গানে পুরোপুরি ভাসান ডান্স করেছিলেন ওয়াকাররা। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এবারও শোয়েব, ওয়াকারদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।