শুভব্রত মুখার্জি: ভারতীয় মহিলা সিনিয়র দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর মঙ্গলবার গড়ে ফেললেন এক অনন্য নজির। মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার হলেন তিনি। মঙ্গলবার ব্রেবোর্ন স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচে টস করতে নামার সঙ্গে সঙ্গেই এক নয়া নজির গড়ে ফেলেন তিনি। ভারত তো বটেই মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার হলেন তিনি। টপকে গেলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার সুজি বেটসকে।
আরও পড়ুন: শেষরক্ষা হল না, ১৫১-তে থামল ভারত,২১ রানে জিতে অজিরা সিরিজে ২-১ এগোল
প্রসঙ্গত এ দিনের ম্যাচ ছিল হরমনপ্রীতের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের ১৪০তম ম্যাচ। উল্লেখ্য, সুজি বেটস খেলেছেন ১৩৯টি ম্যাচ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়েট। তিনি খেলেছেন ১৩৬টি ম্যাচ। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি ইতিমধ্যেই খেলে ফেলেছেন ১৩৫টি ম্যাচ। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন আর এক অস্ট্রেলীয় ক্রিকেটার এলিসে পেরি। তিনি এখনও পর্যন্ত খেলেছেন ১২৯টি ম্যাচ।
আরও পড়ুন: Video- উইকেটে বল লাগল, স্টাম্প নড়ল, লাল আলোও জ্বলল, তবু আউট হলেন না শ্রেয়স
এ দিন অবশ্য ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফলে চলতি সিরিজে তাঁরা ২-১-এ লিড ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। মঙ্গলবার অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭২ রান করতে সমর্থ হয়। তাঁদের হয়ে অনবদ্য ইনিংস খেলেন অ্যালিসা পেরি। ৪৭ বলে ৭৫ রান করেন তিনি। শেষ দিকে ১৮ বলে ৪১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন গ্রেস হ্যারিস। ভারতের হয়ে দু'টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং,অঞ্জলি, দীপ্তি শর্মা এবং দেবীকা বৈদ্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।