পাকিস্তান ম্যাচে জয় এসেছে। কিন্তু সেই ম্যাচে এতগুলি ভুল করেছিল ভারত যে সম্ভবত পাকিস্তান বলেই জিততে পেরেছে। বুধবার আমেরিকার বিরুদ্ধে সেইসব ভুল করলে ভারতীয় দলকে তুমুল বিপদের মুখে পড়তে হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকাকে হারাতে কোন কোন ভুল শোধরাতে হবে ভারতকে?