India Slams Canada on Anti-Modi Float issue: কানাডায় খলিস্তানি নগরকীর্তনে 'জেলবন্দি মোদী', ট্রুডোর সরকারকে তোপ ভারতের Updated: 08 May 2024, 11:50 AM IST Abhijit Chowdhury কানাডার ওন্টারিওতে সম্প্রতি নগরকীর্তনের এক মিছিলে খলিস্তানি 'ব্যানার' দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। আর তারপরই কানাডার উদ্দেশে কড়া ভাষা প্রয়োগ করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল।