২০২৩-২৪ আর্থিক বছর। বিজেপি সব মিলিয়ে খরচ করেছে ২,২১১.৬৯ কোটি টাকা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে তেমনটাই জানা গিয়েছে। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপির সেই খরচের অর্ধেকের বেশি অংশ ব্যয় করা হয়েছে ভোটের প্রচার ও সাধারণ প্রচারের জন্য। খরচের নিরিখে দেশের সমস্ত দলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি।
ভারতের নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের খরচের যে হিসেব জমা দেয় তার পরিপ্রেক্ষিতেই এই হিসেব করা হয়েছে। সেখানেই এই খরচের কথা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ৬টি স্বীকৃত সর্বভারতীয় দলের খরচের হিসাব দেওয়া হয়েছে। তার মধ্য়ে উল্লেখযোগ্য হল বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সিপিআইএম, আম আদমি পার্টি ও ন্যাশানাল পিপলস পার্টি।
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে সব মিলিয়ে ২০২৪ আর্থিক বছরে সমস্ত রাজনৈতিক দলগুলির মোট খরচের পরিমান ছিল ৫,৮২০.৯১ কোটি টাকা। বিজেপির সর্বোচ্চ আয়। সেই আয়ের পরিমাণ ৪৩৪০,৪৭ কোটি টাকা। জাতীয় দলগুলি সর্বমোট যে আয় হয় তার ৭৪.৫৭ শতাংশ তারা আয় করে। খবর বিজনেজ স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুসারে।
কংগ্রেসের আয় ১২২৫.১১ কোটি টাকা। বিএসপির আয় ৬৪.৭৭ কোটি টাকা। সিপিএমের আয়১৬৭.৬৩ কোটি টাকা।
আপের আয় ২২.৬৮ কোটি টাকা। এনপিইপির আয় ২২.৪৪কোটি টাকা। সংবাদমাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এডিআর রিপোর্টের কথা।
বিজেপি কত টাকা খরচ করল?
২০২৪ আর্থিক বছরে বিজেপি খরচ করেছে ২২১১.৬৯ কোটি টাকা। সব মিলিয়ে যত আয় হয়েছে তার ৫০.৯৬ কোটি টাকা। আর সেই খরচের সিংহভাগই তারা খরচ করেছে ভোটের খরচের জন্য। সেই অঙ্কটি হল ১,৭৫৪.০৬ কোটি টাকা।
কংগ্রেস সব মিলিয়ে খরচ করেছে ১,০২৫.২৪ কোটি টাকা। তার মধ্য়ে ৬১৯,৬৭ কোটি টাকা তারা খরচ করেছে নির্বাচনের জন্য। অর্থাৎ মোট খরচের ৮৩.৬৯ কোটি টাকা তারা খরচ করেছে ভোটের প্রচার সহ অন্য়ান্য় ক্ষেত্রে।
বাকি টাকা দলগুলি অন্যান্য ক্ষেত্রে খরচ করে থাকে।
দলগুলি এত টাকা পায় কোথা থেকে?
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিজেপি, কংগ্রেস ও আপ মূলত নির্বাচনী বন্ড থেকেই এই বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করত। তবে বর্তমানে সেই নির্বাচনী বন্ড কার্যত বাতিল হয়ে গিয়েছে।
বিজেপি সব মিলিয়ে ১৬৮৫.৬২ কোটি টাকার নির্বাচনী বন্ড থেকে সংগ্রহ করেছে। কংগ্রেস ৮২৮.৩৬ কোটি টাকা পেয়েছে নির্বাচনী বন্ড থেকে। আবার আপ পেয়েছে ১০,১৫ কোটি টাকা নির্বাচনী বন্ড থেকে।