সপরিবারে ভারত ভ্রমণে এসেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাজমহল পরিদর্শনের পর রবিবার পরিবারের সঙ্গে উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত ফতেহপুর সিক্রি স্মৃতিস্তম্ভ ঘুরে দেখলেন তিনি। এদিন সুনাকের সঙ্গে ফতেহপুর সিক্রি পরিদর্শন করেন তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি, শাশুড়ি সুধা মূর্তি এবং তাঁর মেয়ে কৃষ্ণা ও অনুষ্কা। প্রাক্তন প্রধানমন্ত্রীর ভ্রমণকে ঘিরে এদিন সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: নমস্কার করো! ঋষি সুনাককে মনে করালেন কাকিমা শাশুড়ি, দেখুন জয়পুরের ভিডিয়ো
এর আগের দিন সুনাক সপরিবারে তাজমহল পরিদর্শন করেন। তাজমহল ঘোরার সময় প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী ভিজিটরস বুকে স্বাক্ষর করেন। তাজমহল ঘোরার পর ঋষি বলেন, ‘সত্যিই অসাধারণ ভ্রমণ ছিল। তাজমহলের মতো এরকম স্থান পৃথিবীতে খুব কমই হতে পারে। আমাদের সন্তানরা এটি দেখার অভিজ্ঞতা কখনও ভুলবে না। উষ্ণ আতিথেয়তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের পুরো পরিবারের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল।’ তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিও এই অভিজ্ঞতার জন্য খুবই আনন্দিত হয়েছেন। তিনি বলেছেন, ‘যুগ যুগের স্মৃতি।’