অধ্যাপকের বদলে কলেজে পরীক্ষার খাতা দেখছেন পিওন! সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করা হয়েছে মধ্যপ্রদেশের পিপারিয়া শহরের শহিদ ভগত সিং সরকারি পিজি কলেজে🥂র অধ্যক্ষ ও এক অধ্যাপককে। সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শহিদ ভগত সিং সরকারি পিজি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মী পান🌺্নালাল পাথারিয়া অতিথি অধ্যাপক খুশবু পাগারের পরিবর্তে পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করছেন। দাবি করা হয়, অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন ওই অধ্যাপক।
আরও পড়ুন-মারাঠির বদলে 🍃ইংরেজিতে 'এক্সকিউজ মি'! ২ মহিলাকে প্রকাশ্যে মারধর প্রতিবেশীর
ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন পড়়ুয়া এবং অভিভাবকেরা। এরপরেই শিক্ষার্থীরা স্থানীয় বিধায়ক ঠাকুর দাস নাগবংশীর কাছে অভিযোগ দায়ের করলে হইচই পড়ে যায়। অন্যদিকে, যুব বিষয়ক ও সমবাযꦗ় মন্ত্রী বিশ্বাস সারং নিশ্চিত করেছেন যে অধ্যক্ষ এবং নোডাল অফিসারকে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, অধ্যাপক (যাকে উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল) এবং পিয়নের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, 'এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার সর্বদা উচ্চশিক্ষার মান বজায় রাখার চেষ্টা করে। এই ঘটনা দুর্ভাগ্যজনক এবং ক্ষমার অযোগ্য। কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।' ৪ এপ্রিল ওই কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ রাকেশ কুমার ভার্মা এবং অধ্যাপক রামগুলাম প্যাটেল উভয়কেই পরীক্ষা প্রক্রিয়া সঠিকভাবে তদারকি করতে ব্যর্থতার জন্য তাৎক্ষণিকভাবে সা💦সপেন্ড করা হয়েছে। বিষয়টি প্রমাণ হলে অধ্যাপকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কলেজের তরফে।
অধ্যক্ষ রাকেশ কুমার ভার্মা বলেছেন, উত্তরপত্র মূল্যায়নের কাজ একজন অতিথি অধ্যাপককে দেওয়া হয়েছিল, যিনি কলেজে নিযুক্ত একজন বই উত্তোলকের মাধ্যমে উত্তরপত্রগুলো একজন পিওনের হাতে তুলে দেন।ভার্মা আরও বলেছেন, পিওনের পরীক্ষার খাতা মূল্যায়নের ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এই বছরের জানুয়ারিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। ছিন্দোয়ারায়ার রাজা শঙ্কর শাহ বিশ্ববিদ্যালয় কর্তৃক অধ্যাপক প্যাটেলকে খাতা মূল্যায়নের জন্য নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছিল।পাশাপাশি𝓰 তিনি উচ্চশিক্ষা বিভাগকে চিঠি লিখে তার বরখাস্তের প্রত্যাহারের অনুরোধ করেছেন।
আরও পড়ুন-মারাঠির বদলে ইংরেজিতে 'এক্সকিউজ মি'! ২ মহিলাকে প্রক🌃াশ্যে মারধর প্রতিবেশীর
এর আগে গোটা বিষয়টি খতি💯য়ে দেখে ওই অধ্যাপককে বরখাস্তের জন্য বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয় রাজ্যের শিক্ষা দফতর। ৩ এপ্রিল একটি তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেয়, যেখানে প্রকাশ পায় যে প❀ান্নালাল পাথারিয়াকে উত্তরপত্র মূল্যায়নের জন্য ৫০০০ টাকা দেওয়া হয়েছিল, যে কাজটি খুশবু পাগারের করার কথা ছিল।