বাংলা নিউজ > ঘরে বাইরে > কারও পাসপোর্ট পাকিস্তানের, কারও জন্ম কলকাতায়, ১২ ‘পাকিস্তানি’কে ভারত ছাড়ার নির্দেশ ওড়িশায়

কারও পাসপোর্ট পাকিস্তানের, কারও জন্ম কলকাতায়, ১২ ‘পাকিস্তানি’কে ভারত ছাড়ার নির্দেশ ওড়িশায়

সারদা বাই ওরফে সারদা কুকরেজা (বাঁদিকে)। রাজিয়া সুলতানা (ডানদিকে)।

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে পাকিস্তানিদের অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশিকা হাতে পেয়েছেন ওড়িশার এক প্রৌঢ়া এবং এক বৃদ্ধাও। এঁদের মধ্যে একজন গত তিন দশকেরও বেশি সময় ধরে ভারতের বাসিন্দা। অন্যজনের দাবি, তাঁর জন্মই হয়েছে ভারতে! দু'জনেরই বক্তব্য, তাঁরা কিছুতেই ভারত ছেড়ে পাকিস্তানে যাবেন না। এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন।

এঁদের মধ্য়ে একজন হলেন ৫৫ বছরের সারদা। তাঁর পাসপোর্ট বলছে, ১৯৭০ সালে পাকিস্তানের সিন্ধ প্রদেশে তাঁর জন্ম হয়েছিল। অর্থাৎ - এই নথি অনুসারে, তিনি এখনও পাকিস্তানি।

অন্যদিকে সারদা জানিয়েছে, তাঁর বাবা ১৯৮৭ সালে পরিবার নিয়ে ৬০ দিনের ভিসায় ভারতে এসেছিলেন। পরে এই পরিবারটি ওড়িশার কোরাপুট জেলায় পাকাপাকিভাবে থেকে যায়। পরবর্তীতে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে সারদার বিয়ে হয়। সারদা বাই থেকে তিনি হয়ে যান সারদা কুকরেজা। সেও প্রায় ৩৫ বছর আগের ঘটনা।

সারদার দাবি, তিনি গত ৩৫ বছর ধরে বারবার ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন। অথচ, সেই নাগরিকত্ব তিনি পাননি। অথচ, তাঁর আধার কার্ড ও ভোটার কার্ড আছে! সেটা কীভাবে সম্ভব, তার সদুত্তর যদিও পাওয়া যায়নি।

বর্তমানে সারদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই নাতিনাতনিও আছে। তাঁরা সকলেই ভারতীয়। সারদার বক্তব্য, পাকিস্তানে তাঁর কেউ নেই। কখনও ফোনে পর্যন্ত কারও সঙ্গে যোগাযোগ করেননি। তাহলে তিনি কীভাবে ভারত ছেড়ে পাকিস্তানে যাবেন?

সারদা প্রশাসনের কাছে আবেদন করেছেন, যাতে তাঁকে তাঁর পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন না করা হয়। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, সারদার কাছে না তো লং টার্ম ভিসা (এলটিভি) আছে, না অন্য কোনও বৈধ নথি। সেই কারণেই তাঁকে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

একই বিপদে পড়তে হয়েছে ৭২ বছরের রাজিয়া সুলতানাকে। বালেশ্বরের এই প্রবীণ বাসিন্দাকেও অবিলম্বে ভারত ছেড়ে পাকিস্তানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় হতবাক রাজিয়া ও তাঁর পরিবারের সদস্যরা। কারণ, তাঁদের দাবি - রাজিয়া ভারতের মাটিতেই জন্মগ্রহণ করেছেন। তার প্রমাণও রয়েছে। তাহলে তাঁকে কেন ভারত ছাড়ার নোটিশ পাঠানো হল?

জানা গিয়েছে, ওই বৃদ্ধা এমনিতেই নানা অসুখে ভুগছেন। তার উপর এই নোটিশ পাওয়ার পর থেকে ভয়ে খাওয়া, ঘুম ত্যাগ করেছেন! ফলে ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়ছেন তিনি।

জানা গিয়েছে, রাজিয়া সুলতানার বাবা ছিলেন হায়দর আলি। তিনি বিহার ও কলকাতায় থাকতেন। বিয়ে করেছিলেন ওড়িশার মেয়েকে। রাজিয়া সুলতানার জন্ম হয় ১৯৫৩ সালে - কলকাতায়। পরে তাঁর বিয়ে হয় ওড়িশার বাসিন্দা শেখ সামসুদ্দিনের সঙ্গে। যিনি আজ আর জীবিত নেই।

পরবর্তীতে রাজিয়ার বাবা বাংলাদেশ চলে যান। পরে সেখান থেকে পাকাপাকিভাবে পাকিস্তান চলে যান তিনি। সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। কিন্তু, রাজিয়া কোনও দিন পাকিস্তানে যাননি বা সেদেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্কও নেই। তাঁর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডেও সেই তথ্য রয়েছে বলে জানিয়েছেন রাজিয়া সুলতানার মেয়ে সালমা পরবিন। তাঁরা প্রশাসনের কাছে এই নোটিশ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

ওড়িশা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে মোট ১২ জন 'পাকিস্তানি নাগরিক'কে ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

পরবর্তী খবর

Latest News

কোহলি খেললেই জিতবে RCB, ব্যর্থতায় কাঁদবে দল, নতুন এই পরিসংখ্যান চমকে দেওয়ার মতোই বুধের নক্ষত্র গোচরে ৩ রাশির ফিরছে সুবর্ণ সময়, চাকরিতে আছে পদোন্নতির যোগ সুপ্রিম কোর্টে মিলল বড় স্বস্তি, এবার পাসপোর্ট ফেরত পাবেন রণবীর আল্লাহাবাদিয়া ভিডিয়ো: অক্ষরের বড় ভুল! কোহলিকে আউট করার বড় সুযোগ পেয়েও কীভাবে হাতছাড়া করল DC 'সেদিন সকাল ১০টায়…'জগন্নাথধাম উদ্বোধনের দিনই বড় কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ, ৪০ মিনিট ধরে করলেন রুদ্ধদ্বার বৈঠক! বন্ধুত্ব নয়, আদতে CPEC-এর জন্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাশে চিন? গান ভুলে হাতা-খুন্তিতে মন রূপঙ্করের, কে কে আসছেন রান্নাঘরের বৈশাখী আড্ডায়? অমরনাথ যাত্রার প্ল্যান করছেন! কীভাবে প্রস্তুতি নেবেন, কবে রেজিট্রেশন, সব জানুন এ বড় রাস্তার মাঝে ‘গ্রিন বাফার’ করছে কলকাতা পুরসভা, শহরে গাছের সংখ্যা কমার জের

Latest nation and world News in Bangla

বন্ধুত্ব নয়, আদতে CPEC-এর জন্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাশে চিন? সংস্কারের ঠ্যালায় স্থগিত বাংলাদেশের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, ঘোষণা উপদেষ্টার স্তব্ধ সিন্ধু প্রদেশ, জল নিয়ে 'গৃহযুদ্ধে' ঝরল রক্ত, সংঘর্ষ পুলিশ ও আন্দোলনকারীদে 'দ্বিজাতি তত্ত্বে' জন্মানো পাকিস্তানে ঠাঁই হয়নি দেশের নাম দেওয়া পঞ্জাবি লেখকেরই! রোহিঙ্গাদের জন্য আরাকানে স্বাধীন দেশ গড়ে দিক চিন, প্রস্তাব দিল বাংলাদেশের জামাত অরুণাচলের জঙ্গলের আগুনে মুখ পুড়ল পাকিস্তানের, সেই পোড়া মুখে আবার ঝামা ঘষল ভারত পাকিস্তানে অপেক্ষায় স্বামী! ওয়াঘা সীমান্তে আটকে দেওয়া হল ভারতীয় মহিলাকে বাংলাদেশকে আর ভরসা করা যাচ্ছে না? পহেলগাঁও হামলার পর বাংলার সীমান্তেও তৎপর সেনা? ভারত-পাক উত্তেজনার আবহে মুখ খুলল মার্কিন বিদেশ দফতর, কী আহ্বান আমেরিকার? এবার বাংলাদেশকে 'শিক্ষা' দেওয়ার নিদান, নতুন দেশের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

IPL 2025 News in Bangla

বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হারের জন্য দায়ী কে? কী বললেন DC মেন্টর পিটারসেন? টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি… প্লে-অফে ওঠার আশা শেষ হওয়ার আগেই হাল ছেড়েছে RR বুমরাহ উইকেট নিলেও ছেলে অঙ্গদ গম্ভীর কেন? হাসাহাসি করায় নেটপাড়াকে একহাত সঞ্জনার শুধু RCB, GT নয় IPL 2025-এর প্লে-অফে উঠতে পারে CSK, KKR! শেষ ৪ ওঠার সম্ভাবনা কত? ভারতের T20I দলে ফিরবেন কেএল রাহুল.. গম্ভীর-আগরকরকে বিশেষ পরামর্শ দিলেন পিটারসেন টি-টোয়েন্টি এতটাও সহজ নয়… সমালোচকদের জবাব দিয়ে ক্রুণালের প্রশংসায় কোহলি বুমরাহর বলে ছক্কা হাঁকিয়ে বিষ্ণোইয়ের খোঁচা দেওয়া সেলিব্রেশন! দেখে কী করলেন পন্ত? DC vs RCB ম্যাচের মাঝেই কেএলের সঙ্গে উত্তেজিত ভাবে ঝগড়া শুরু করেন কোহলি- ভিডিয়ো ওয়াংখেড়েতে LSG-কে হারিয়ে ইতিহাস গড়ল MI! IPL-এ ১৫০তম জয়ের মাইলফলক ছুঁলো পীযূষ চাওলাকে টপকে নিজের IPL কেরিয়ারে নতুন ইতিহাস লিখলেন RCB-র ভুবনেশ্বর কুমার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88