Nimisha Priya Case Update: দিতে হবে ব্লাড মানি, মৃত্যুদণ্ডের সাজা শোনা মেয়েকে বাঁচাতে ইয়েমেনে যাবেন মা, অনুমতি দিল HC
2 মিনিটে পড়ুন Updated: 13 Dec 2023, 09:44 AM ISTএক ইয়েমেনি নাগরিককে খুন করার দায়ে নিমিশাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল ইয়েমেনের দায়রা আদালত। পরে সেই নির্দেশের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টে আবেদন জানান নিমিশা প্রিয়া। ২০১৮ সাল থেকে আদালতে লড়াই চালাচ্ছিলেন প্রিয়া। অবশ্য কয়েকদিন আগে সেদেশের শীর্ষ আদালতেও সেই মামলায় হেরে যান প্রিয়া।
নিমিশা প্রিয়া