উত্তর-পূর্ব ভারত সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার অসমের দেরগাঁওয়ে লাচিত বরফুকান পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই উদ্বোধন অনুষ্ঠান থেকে তৎকালীন কংগ্রেস সরকারের আমলে অসমে প্রতিবাদ আন্দোলন করার জন্য কীভাবে তিনি পুলিশি নির্যাতনের শিকার হয়েছিলেন সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেন শাহ। তিনি দাবি করেছেন, ছাত্র থাকাকালীন অসমে আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই কারণে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ তাঁকে মারধর করার পাশাপাশি জেলে রেখেছিল। তখন তাঁকে ঠিকমতো খেতেও দেওয়া হয়নি।
আরও পড়ুন: উত্তর-পূর্ব সফরে যাচ্ছেন অমিত শাহ, সফরসূচিতে নেই মণিপুর, কেন বাদ? তোপ কংগ্রেসের
অমিত শাহ এদিন জানান, অসমের সঙ্গে তাঁর অনেক দিনের সম্পর্ক। ছাত্র থাকাকালীন তিনি অনেকবার অসমে এসেছেন। হিতেশ সাইকিয়া কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি অসমে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে যোগ দিয়েছিলেন। আর প্রতিবাদ করার জন্য পুলিশ তাঁকে লাঠিপেটা করেছিল। এরজন্য অসমের জেলে সাত দিন শুধু রুটি খেয়ে থাকতে হয়েছিল তাঁকে। তিনি বলেন, ‘আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিতাম (আসাম কি গালিয়াঁ সুনি হ্যায়, ইন্দিরা গান্ধী খুনি হ্যায়)। তারজন্য পুলিশ আমার ওপর অত্যাচার চালিয়েছিল।’ তৎকালীন কংগ্রেস সরকারকে আরও নিশানা করে অমিত শাহ বলেন, সেই সময় রাজ্যে শান্তি বজায় রাখতে দেয়নি কংগ্রেস। উল্লেখ্য, হিতেশ্বর সাইকিয়া ১৯৮৩ থেকে ১৯৮৫ এবং তারপর ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত দুবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শাহ বলেন, ‘আমিও অসমে সাত দিন জেলের খাবার খেয়েছি। তখন সারা দেশ থেকে মানুষ অসমকে বাঁচাতে এসেছিল। আজ অসম উন্নয়নের পথে এগিয়ে চলেছে।’