আন্দামানের পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে এই প্রথম রাতের বিমান নামাল এয়ার ইন্ডিয়া। ৬৮জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের এই নাইট ল্যান্ডিং। এই ঘটনায় আন্দামান নিকোবরের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় আইএনএস উৎকর্ষতে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এ ৩২১ অবতরণ করে। আন্দামান ও নিকোবর কমান্ড এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ৫.৪০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিমানটি ছেড়েছিল। এরপর পোর্ট ব্লেয়ারে সেটি রাত ৭টা ৩৪ মিনিটে অবতরণ করে। এরপর সেটি বীর সাভারকার ইন্টারন্যাশানাল টার্মিনালের দিকে এগিয়ে যায়।
এদিকে কলকাতা থেকে প্রচুর পর্যটক আন্দামানে বেড়াতে যান। তাদের কাছে এই বিমান অত্যন্ত উপযোগী। এই নাইট ল্যান্ডিংয়ের মাধ্য়মে এলাকার পর্যটন ব্যবসাতেও নতুন দিগন্ত খুলে যাবে। গত কয়েক বছর ধরেই এখানে রাতের বিমান চালানোর ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ইন্ডিয়ান নেভি, আন্দামান নিকোবর কমান্ড ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে এটা সম্ভব হল।