নিজের শো 'ডাম্ব বিরিয়ানি'-র দ্বিতীয় পর্ব নিয়ে হাজির মালাইকা-আরবাজ পুত্র আরহান খান। যে শোয়ের প্রথম পর্বে হাজির ছিলেন আরহানের বাবা আরবাজ ও কাকু সোহেল। আর এবার ছেলের শোয়ের হাজির মা মালাইকা। তাই এই পর্ব নিয়ে আলোচনা হবে বৈকি। সে তো নাহয় হল, কিন্তু ছেলেকে একী প্রশ্ন করে বসলেন মালাইকা!
আরহানকে একী প্রশ্ন মালাইকার?
মঙ্গলবার ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে মালাইকা পর্বের ডাম্ব বিরিয়ানির প্রোমো। যেখানে মালাইকা নিজের ছেলে আরহান খানকে জিগ্গেস করেন, ‘তুমি কবে প্রথম virginity হারিয়েছিলেয অর্থাৎ প্রথম কবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলে?’ এমন কথায় মজা পেয়ে আরহান শুধু বলে বসেন, 'ওয়াও'। প্রশ্নোত্তরের পর্বের একটা পর্যায়ে এসে আরহানের দিকে তাকিয়ে মালাইকা বলেন, 'ওর দম বন্ধ হয়ে আসছে... আমাকে সত্যি কথা বলো। জাস্ট ব্লাডি গিভ মি আ আনসার'।
প্রশ্নোত্তর পর্বের একটা পর্যায়ে আরহান তাঁর মাকে জিগ্গেস করেন, ‘আপনি কি সমাজের নিয়ম-বিধি টপকাতে চাইছেন। এমন প্রশ্নে বিস্ময়ে মালাইকা বলেন, 'একেবারেই নয়।’ শেষ পর্যায়ে এসে আরহান তাঁর মায়ের হাত টেনে নিয়ে বলেন, ‘আমাকে তোমার হাত দেখাও। আমার পরের প্রশ্ন হল, মা, তুমি কবে বিয়ে করছ?’ শেষের দিকে আরহানের সঙ্গে কিছুটা মজা করে মালাইকা বলেন, ‘তোমার মনে হয়, যে তুমি সত্যবাদী হতে পারবে? তাহলে আমি আমি কিন্তু মশলাদার প্রশ্ন করচতে পারি।’
আরও পড়ুন-'আমার বাবা বিশ্বজিৎও তো…' কোন কথায় ফের একবার বাবার স্মৃতিতে ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
এই পর্বে আরহান মালাইকা ছাড়াও সঞ্চালক দেব রাইয়ানি ও তাঁর মা সরজিতা রাইয়ানিকেও দেখা যাবে।