চলচ্চিত্র জগতের অন্যতম ফিট অভিনেতা হিসেবে পরিচিত বরুণ ভালো ডায়েট মেনে চলার জন্য পরিচিত। নিজের শরীরকে সুস্থ রাখার জন্য তিনি যে সমস্ত পরিবর্তন এনেছিলেন রোজকার জীবনে, সেগুলি মানুষের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু এবার অভিনেতার ব্ল্যাক কফি প্রসঙ্গে বলা কিছু কথার বিরোধিতা করেন এক পুষ্টিবিদ। পুষ্টিবিদের উত্তরে কী বললেন অভিনেতা?
রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে কথোপকথনের বরুণ বলেছিলেন, ‘ব্ল্যাক কফি দিয়ে আমি দিন শুরু করতাম। কিন্তু একটা সময় আমি বুঝতে পারি এটা আমার অন্ত্রের ওপর খারাপ প্রভাব ফেলছে। খালি পেটে ব্ল্যাক কফি খাওয়া একেবারেই উচিত নয়। আগে আমি সকালে ব্ল্যাক কফি দিয়ে দিন শুরু করতাম কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছি। এখন অনেক ভালো আছি।’
আরও পড়ুন: ‘দেব যেভাবে বাসে করে ঘুরে, জিৎ কখনও…’, খাদানের জন্যই শো পাচ্ছে না স্বপ্নময় লেন? জবাব মানসীর
আরও পড়ুন: ‘একদম ভালো লাগছে না প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে’! নায়িকাকে নিয়ে কেন এমন বললেন সোহম?
বরুণ ধাওয়ানের এই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুষ্টিবিদ প্রশান্ত দেশাই বলেন, ‘আমি ১৫ বছর ধরে খালি পেটে ব্ল্যাক কফি পান করছি। আমার কোনও সমস্যা হয়নি। প্রত্যেকটি ব্যক্তির অন্ত্রের মাপ একেবারে আলাদা। প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপের মতোই অনেকটা আলাদা। একটি জিনিস খেলেই যে সকলের সমান অসুবিধা হবে, অ্যাসিডিটির সমস্যা হবে তা সত্য নয়। বরুণ ধাওয়ানের অবশ্যই সমস্যা হতে পারে কিন্তু এটা যে সবার ক্ষেত্রে সমান হবে তা ঠিক নয়।’
পুষ্টিবিদের এই কথার উত্তরে বরুণ বলেন, আমি আনন্দিত যে সকলকে শিক্ষিত করার জন্য উনি আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। তবে এটি ঠিক, একটি জিনিস সকলের জন্য সমান খারাপ বা ভালো প্রমাণিত হয় না। তবে স্যার, দয়া করে কিছু টিপসও দিন। একজন বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে।
আরও পড়ুন: টপে গীতা এলএলবি, টিআরপি-তে ধামাকা পরিণীতার, জগদ্ধাত্রী-কথা-ফুলকি কত নম্বরে?
আরও পড়ুন: ৪১-এও মেদহীন টানটান ফিগার! মাত্র ১০ দিনে ৫ কেজি ওজন কমিয়ে ছিলেন সুনিধি! কী কী ছিল গায়িকার ডায়েটে?
প্রসঙ্গত, ‘বেবি জন’ সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। গত ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। এই সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, জ্যাকি শ্রফ এবং রাজপাল যাদব।