ফের কি নতুন প্রেমে পড়লেন গায়ক দুর্নিবার সাহা! এই মুহূর্তে দুর্নিবারের নতুন প্রেম নিয়ে জোর চর্চা চলছে। নিশ্চয় ভাবছেন, দুর্নিবার তো এখম বিবাহিত। প্রথম বিয়ে ভাঙলেও ঐন্দ্রিলা সেনের সঙ্গে বর্তমানে সুখের সংসার তাঁর। তবে কি ওঁদের দাম্পত্যেও কোনও তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছেন? আর তাই কি প্রেম দিবসের (ভ্যালেন্টাইন ডে) ঠিক আগেই এক ‘বিকেলবেলা’য় সেই নতুনজনকে প্রেম নিবেদন করে বসলেন দুর্নিবার?
ব্যাপারটা ঠিক কী? দুর্নিবারের এই নতুন প্রেমের গুঞ্জন শুনে অনেকেই হয়ত মুখ চাওয়াচাওয়ি করছেন। ভাবছেন দুর্নিবারের নতুন প্রেমে এবার ঐন্দ্রিলার জীবনেও কি তবে বিরহের ছায়া?
এবার তাহলে পুরো বিষয়টা খোলসা করেই বলা যাক। হ্যাঁ, দুর্নিবার প্রেম নিবেদন করেছেন। তবে সেটা কোনও ব্যক্তিকে নয়। ‘বিকেলবেলা’ দুর্নিবারের ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল একটি মিউজিক ভিডিও। প্রেম দিবস উপলক্ষ্যে দুর্নিবারের নতুন প্রেমের গান এই 'বিকেলবেলা'।
আরও পড়ুন-‘মুখ খুললে যে কী হয়…!’ এবার নাম না করে কমেডিয়ান রণবীরকে বিঁধলেন এ আর রহমান!