সদ্য মা হয়েছেন, কোয়েল মল্লিকের দ্বিতীয় মাতৃত্বের বয়স মাত্র ২ মাস। এরই মাঝে বৃহস্পতিবার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে একটা ডান্স পারফরম🧸্যান্সের শ্যুটিং করলেন কোয়েল। মেয়ের জন্মের পর এই প্রথমবার ক্যামেরার মুখোমুখি হলেন অভিনেত্রী। মাতৃত্বের বিরতির পর কাজে ফিরে উচ্ছ্বসিত কোয়েল।
এবিষয়ে কোয়েল আনন্দবাজারকে জানান, ‘স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকে 𝄹প্রায় ১০জন নায়কের সঙ্গে পারফর্ম করলাম, এটা আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা। এর আগে শেষবার পারফর্ম করেছিলাম🀅 প্রেগন্যান্সির আগে।’
আরও পড়ুন-বায়োপিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে? নিশ্চিত করলেন 'মহারাজ'𝓡, আর কে𝓀 হচ্ছেন ডোনা?
আরও পড়ুন-হলিউডে পা রাখছেন সলমন? দুবাই থেকে ফাঁস শ্যুটিংয়ের দৃশ্য, 🧜কোন চরিত্রে দেখা যাবে ভাইজানকে?
এর আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, প্রথম সন্তান কবীরের জন্মের পর নিয়মিত যোগাসন, নাচ, পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন। এবারও একইভাবে নিয়মিত শরীরচর্চা, মেডিটেশনের মাধ্যমে নিজেকে ফিট করে ফেলেছি। কোয়েলের কথা, তিনি ছোট থেকেই নিয়মানুবর্তিতার মধ্যেই থেকেছেন। তাঁর কথায়, ‘কাজের জন্য তো বটেই, তাঁর দুই ছোট ছোট সন্তানের জন্যও তাঁকে ফিট থাকতে হবে। তাই ডাক্তারের সঙ্গে কথা বলে ডেলিভারির ৬ সপ্তাহ পর থেকেই শরীরচর্চা শুরু করে দিয়েছিলাম। শুধু শরীর নয়, এতে মনও ভালো থাকে। হরমোনের ব্যালেন্সও ঠিক থাকে। অনেকেই পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা বলেন শুনেছি🐻, কিন্তু আমার উপরে কোনওদিনও একটা প্রভাব ফেলেনি। ’
প্রসঙ্গত, এই মুহূর্তে কাজের ক্ষেত্রে 'সোনার কেল্লায় যকের ধন', ‘স্𝔉বার্থপর’, ‘একটি খুনির সন্ধানে মিতিন’, এই মুহূর্তে কোয়েল অভিনীত এই তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। তবে আবারও সিনেমার সেটে ফেরার জন্যও তৎপর অভিনেত্রী। আপাতত চিত্রনাট্য বাছাই-এর কাজে ব্যস্ত অভিনেত্রী। গল্প পছন্দ হলে এবার তবেই কাজ করবেন বলে জানিয়েছেন কোয়েল মল্লিক।