অসম বয়সের প্রেম, এমন উদাহরণ এসমাজে কিছু কম ন🀅েই। আর এবার সেই এই অসমবয়সী প্রেমেরই কি উদাহরণ হয়ে উঠতে চলেছেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়? টলিপাড়ায় কানপাতলেই শোনা যাচ্ছে, বছর ৩৭ এর জিতু এখন নাকি বছর ২২-এর দিতিপ্রিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ভাবছেন এসব আবার কবে হল?
৮ মার্চ সন্ধ্যেয় শহরের এক শপিং মলে একান্তে ধরা দিয়েছিলেন জিতু-দিতিপ্রিয়া। সেখানেই জিতুর বাহুডোরে এসে, ঘনিষ্ঠ হয়ে নাচতে দেখা গে🌠🙈ল দিতিপ্রিয়া রায়কে। এখন প্রশ্ন, তবে কি সেখানে কোনও পার্টি চলছিল?
আজ্ঞে নাহ, তাহলে সবটা খোলসা করেই বলা যাক…।
এই সবই ౠহয়েছে টেলিপর্দার কৃপায়। আগামী ১০ মার্চ থেকে জি বাংলার পর্দায় আসছে নতুন সিরিয়াল 'চিরদিনই তুমি যে আমার'। আর এই সিরিয়ালের জন্যই জুটি বেঁধেছেন জিতুকমল ও দিতিপ্রিয়া রায়। বড় পর্দার পাশাপাশি, আরও একবার ছোটপর্দায় ফিরেছেন একসময়ের টেলিপর্দার জন𝔍প্রিয় এই দুই তারকা। যদিও জিতু-দিতিপ্রিয়া জুটি বেঁধেছেন এই প্রথমবার।
সোম থেকে শুক্র সন্ধ্যে সাড়ে ৬টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আর শনিবার, এই সিরিয়ালেরই প্রমোশনে শহরের এক শপিং ඣমলে হাজির হয়েছিলেন জিতু-দিতিপ্রিয়া। ভিডিয়োটি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জিতুকমল। ক্যাপশানে লিখেছেন, ‘Love is in the air…’ (ভালোবাসা বাতাসে ভেসে বেড়াচ্ছে)।
আরও পড়ুন-চাহালের সঙ্গে𝓡 বিবাহ-বিচ্ছেদ, তীব্র ট্রোলিং-এর মুখে উ🐓রফির সঙ্গে কী কথা হল ধনশ্রীর?
কেমন এই জিতু-দিতিপ্রিয়া-র সিরিয়ালের গল্প?
এখানে আসলে জিতুকে দেখা যাচ্ছে চলিশোর্ধ বিখ্যাত শিল্পপতি 🔯আর্যর ভূমিকায়। যাক কিনা বছর কুড়ির অপর্ণা (দিতিপ্রিয়া)কে দেখেই ভালো লেগে যায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অপর্ণাও নিজের অজান্তেই মন দিয়ে ফেলে আর্যকে। কিন্তু এমন অসম বয়সের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় দুজনের পরিবার, পরিজন! তবে বাধা যতই আসুক, ভালোবাসায় বাঁধা পড়ে যেতে থাকে ওদের দুটি মন|
🍌হাসি-খুশি প্রাণবন্ত অপু যেমন আর্যকে🍎 জীবন দেখতে শেখায় অন্য চোখে, তেমনই চুপচাপ, শান্ত স্বভাবের আর্য, অপুকে করে তোলে আত্মবিশ্বাসী| বয়েসের ফারাকই কি বাধা হয়ে দাঁড়াবে আর্য-অপুর ভালোবাসার পরিণতিতে? নাকি ভালোবাসার জোরেই ওরা হয়ে উঠবে সাত জন্মের সাথী? সেটা জানতে হবে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালটি শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।