জি বাংলার দুঁদে শাশুড়িমা হিসেবে আপাতত ঘরে ঘরে দর্শকের মনে জায়গা করেছেন বৈদেহী। অবশ্য জায়গা করেছে বললে ভুল হবে, ওরকম ভয়ানক কুটিল শাশুড়িকে দেখে বেশ টেনশনেই পড়ে যান দর্শকেরা। সেই বিয়ের পর থেকেই একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করছেন জগদ্ধাত্রীকে। বৌমাকে অপদস্থ করার সুযোগই ছাড়েন না। তা এহেন মানুষ বাস্তবে শাশুড়ি হলে, কেমন স্বভাব হবে? সামনে পেয়ে এই প্রশ্নটাই করে ফেললেন রচনা বন্দ্যোপাধ্যায়।
জি বাংলার অফিসিয়াল পেজে শেয়ার করা দিদি নম্বর ১-এর প্রোমোতে জগদ্ধাত্রীর বৈদেহী ওরফে অভিনেত্রী মৌমিতা গুপ্তকে প্রশ্ন করলেন রচনা, ‘কদিন পর ছেলেরও বিয়ে হবে। বউ আসবে বাড়িতে। কী হবে? আর বউমাও যদি জগদ্ধাত্রীর মতো হয়…’
আরও পড়ুন: ‘সঠিক ব্যক্তিকে গ্রেফতার, যথেষ্ট প্রমাণ আছে…’! সইফ-কাণ্ডে ধৃত বাংলাদেশীকে নিয়ে জানাল মুম্বই পুলিশ
দেখা গেল প্রশ্ন শুনে হো হো করে হাসতে শুরু করেন মৌমিতা। আর তারপর বলেন, ‘অরিজিনাল লাইফে যে শাশুড়ি হলে কী রূপ ধারণ করব জানি না তো! এই জন্য একটু ভেবেচিন্তে কিন্তু লোকে মেয়ে দেবে আমাকে’। আর কথা শেষ করে ফেল হাসতে শুরু করেন।
আরও পড়ুন: চলে গিয়েছেন শাশুড়ি, শ্বশুরের সঙ্গে কেমন সম্পর্ক ‘মিশকা’ অহনার? জবাব বর দীপঙ্করের
অবশ্য পর্দার খলনায়িকাদের এরকম বাস্তবেও ‘খারাপ’ ভেবেফেলার মতো ঘটনা হামেশাই দেখা যায়। জি-এর আরেক জনপ্রিয় শাশুড়ি পর্ণার শাশুড়ি, অর্থাৎ ‘বাবুর মা’ অরিজিতা জানিয়েছিলেন, তাঁকে দেখে রাস্তার লোক আজকাল বাবুর মা বলেই ডাকে। এমনকী পর্দায় পর্ণার সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে, বাস্তবেও নাকি কটা কটু কথা শুনিয়ে দেয়। আসলে বিয়েই হয়নি অরিজিতার এখনো। তবে অনেক দর্শকই রিল লাইফটাকেই বাস্তব বলে মেনে নেন।
আরও পড়ুন: সুস্মিতার জন্মদিনে সাহেবের মুখে ‘নতুন যাত্রা’র কথা! স্বাগতাকে ফেলে গোবরদেবীকেই বাছলেন?