টলিউডের অন্দরে ফিসফাস সৌরভ দাস দর্শনা বণিকের বিয়ে থেকেই নাকি নতুন প্রেমের গল্প শুরু হল। রণজয় বিষ্ণু এবং মিশমি দাস নাকি প্রেম করছেন। কিন্তু কেন এমন জল্পনা?
রণজয় আর মিশমি প্রেম করছেন?
গত ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন টলিউডের চর্চিত জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক। দক্ষিণ কলকাতার একটি অভিজাত ব্যাঙ্কোয়েটে বসেছিল বিবাহ বাসর। সেখানেই নিমন্ত্রিত ছিলেন রণজয় বিষ্ণু এবং মিশমি দাস। দুজনেই টলিউডের অতি পরিচিত মুখ। দুজনেরই কিছুদিন আগে প্রেম ভেঙেছে। রণজয় বিষ্ণু দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন সোহিনী সরকারের সঙ্গে। কিন্তু কয়েক মাস আগেই সেই প্রেম ভেঙেছে। শোনা যাচ্ছে সোহিনী নাকি এখন শোভনের সুরে মজেছেন। অন্যদিকে মিশমির সম্পর্কও ভেঙেছে প্রায় এক বছর আগে। বর্তমানে দুজনেই মন দিয়ে কাজ করছেন। একজনের নতুন মেগা কোন গোপনে মন ভেসেছে শুরু হচ্ছে সোমবার, ১৮ ডিসেম্বর থেকে। অন্যদিক মিশমি দাসকে তুঁতে ধারাবাহিকে দেখা যাচ্ছে খলনায়িকার চরিত্রে। এর মধ্যেই এক জনপ্রিয় সংবাদমাধ্যমের খবরের সূত্র ধরে সৌরভ দর্শনার বিয়ে থেকে উসকে গেল তাঁদের প্রেমের গুঞ্জন।
আরও পড়ুন: অ্যাটলির ছবিতে শুটিং করতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেলেন বরুণ, এখন কেমন আছেন?
মিশমি আর রণজয়কে সম্প্রতি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেটের পরিচিতির হাত ধরেই এদিন তাঁদের গোটা সময়টা একসঙ্গে কাটাতে দেখা যায়। মিশমি বিয়ে বাড়ি আসতেই তাঁর দিকে এগিয়ে যান রণজয়। এরপর গোটা সময়টা তাঁরা একসঙ্গে কাটান। তাঁদের এই রসায়ন দেখে অনেকেই মনে করছেন তাঁরা বুঝিয়ে লুকিয়ে প্রেম করছেন চুটিয়ে। সেটারই ঝলক দেখা গেল এদিন। যদিও আবার কারও মতে তাঁরা কেবল বন্ধুই। একসঙ্গে, এক ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাই সময় কাটিয়েছেন এদিন একসঙ্গে। কিন্তু সত্যি কোনটা?
রণজয় মিশমি সত্যি প্রেম করছেন নাকি স্রেফ বন্ধু তাঁরা এই উত্তর তো সময়ই দেবে। তবে আপাতত রণজয় বিষ্ণুর নতুন মেগা কোন গোপনে মন ভেসেছে শুরু হচ্ছে আগামী সোমবার থেকে, সেখানেই অভিনেতার বোনের চরিত্রে দেখা যাবে মিশমিকে। এটি রাঙা বউয়ের জায়গায় এবার থেকে জি বাংলার পর্দায় দেখা যাবে।