ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে এসেছিল ভারতে পারফর্ম করতে। প্রথমে শুধু মুম্বইয়ে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পরে মুম্বই এবং আমেদাবাদ মিলিয়ে পাঁচটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ অনুষ্ঠানটি ছিল আমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে। গত রবিবার এই কনসার্টের ছিল শেষ দিন।
ক্রিস মার্টিনের নেতৃত্বে এই কনসার্টে এসেছিলেন জনি বাকল্যান্ড, গাই বেরিম্যান, উইল চ্যাম্পিয়ন এবং ম্যানেজার ফিল হার্ভে। গোটা কনসার্টের জন্য গুজরাট পুলিশ প্রায় ৩,৮০০-এর বেশি পুলিশ মোতায়েন করেছিলেন। সিসিটিভি ক্যামেরা ছিল ৪০০টির বেশি। এমনকি সাদা পোশাকের অফিসারও ছিলেন অগুনতি।
আরও পড়ুন: ‘সেক্সবম্ব’ মমতা হয়েছেন মহামণ্ডলেশ্বর! চটলেন রামদেব, ‘আজকাল যে কেউ, কাওকে ধরে…’
আরও পড়ুন: ‘ছত্রপতি সম্ভাজি মহারাজ’এর বেশে ভিকির নাচ নিয়ে আপত্তি, তীব্র বিতর্কের মুখে বাদ পড়ল ‘ছাবা’র এই গান
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ব্রিটিশ ব্যান্ডের কনসার্ট দেখতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার দর্শক। এমন অনেক মানুষ রয়েছেন যারা কনসার্টের টিকিট পাননি। ইচ্ছে থাকলেও কনসার্টের সাক্ষী হতে পারেননি তাঁরা। এবার সেই মানুষগুলোর ইচ্ছে পূরণ হল ইন্ডিগোর ফ্লাইটে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইন্ডিগোর ক্যাপ্টেন প্রদীপ কৃষ্ণান একটি পুনে আমেদাবাদ ফ্লাইটে যাত্রীদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছেন, আপনাদের মধ্যে কতজন কনসার্টে যাচ্ছিলেন? কয়জনের কাছে অতিরিক্ত টিকিট আছে? ক্যাপ্টেনের মুখে এই কথা শুনে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তবে এখানেই শেষ নয়।
আরও পড়ুন: ৫৬-এ পা দিলেন ববি দেওল! 'আমার লর্ড ববি…' ভাইয়ের জন্মদিনে সানির আদুরে পোস্ট
আরও পড়ুন: আদালতে আত্মসমপর্ণের পর মিলল জামিন, ধর্মীয় গোঁড়ামি নিয়ে প্রশ্ন তোলাই কাল হল পরীমনির?
ইন্ডিগোর ক্যাপ্টেন ফ্লাইটেই কনসার্ট আবহ সৃষ্টি করার জন্য সকলকে ফোনের ফ্ল্যাশ লাইট অন করতে বলেন। আলো-আঁধারিতে যখন সকলের ফ্ল্যাশ লাইট অন হয়, তখন যেন হঠাৎ করেই মনে হয় কোনও কনসার্টের গ্যালারি সৃষ্টি হয়েছে। সবমিলিয়ে এক ঝটকায় একটি বোরিং ফ্লাইট হয়ে ওঠে রোমাঞ্চকর যাত্রা।