বাংলা নিউজ > বায়োস্কোপ > Bohurupi-Netherlands: দেশের পর এবার বিদেশেও সাফল্য, সুদূর নেদারল্যান্ডসেও বহুরূপীর অ্যাডভান্স বুকিং হাউসফুল
'বহুরূপী' জ্বর এবার বিদেশেও। মুক্তির পর থেকে বাংলার পাশাপাশি দেশীয় বক্স অফিসেও দারুণ ফল করেছে ‘বহুরূপী’।পরবর্তী সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাসের এই ছবি। সিডনি, ব্রিসবেন, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস,বোস্টন, অ্যারিজোনা, নিউ জার্সিতে আগেই মুক্তি পেয়েছিল ছবিটি। আর এবার ইউরোপের নেদারল্যান্ডসে মুক্তি পাচ্ছে বাংলার 'বহুরূপী'।
আর ছবির মুক্তির আগেই নেদারল্যান্ডস-এর মতো দেশেই অ্যাডভান্স বুকিং-এ হাউসফুল এই ছবি। উইন্ডোজ প্রোডাকশনের তরফেই Hindustan Times Bangla-কে জানানো হয়েছে এই খবর। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ১৮ জানুয়ারি অর্থাৎ শনিবার নেদারল্যন্ডস-এর রাজধানী আমস্টারডমে মুক্তি পাওয়ার কথা ছবিটির। ৩.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত শো রয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই শোটি হাউসফুল।