শীঘ্রই মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘শিবপুর’। যৌন হেনস্থা থেকে ট্রেলার লঞ্চে অভিনেত্রী ও পরিচালকের অনুপস্থিতি, ছবি নিয়ে চর্চা চলছেই। 'শিবপুর' নিয়েই সম্প্রতি মুম্বই থেকে ফোনে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সিনেমা ছাড়াও ব্যক্তিগত টুকিটাকি বিষয় নিয়েও খোলামেলা জবাব দিয়েছেন অভিনেত্রী।
শিবপুরে গৃহবধূ মন্দিরার ভূমিকায় দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে, চরিত্রের প্রসঙ্গ ধরেই উঠেছিল ব্যক্তিগত স্বস্তিকার প্রসঙ্গ…
'মন্দিরা' রান্না করেন, স্বস্তিকাও কি বাড়িতে অবসরে রান্না করেন?
স্বস্তিকা: আমি কিন্তু এক্কেবারেই রান্না করতে পারি না (স্বস্তিকা)। লকডাউনে অবশ্য বেশকিছু রান্না করেছিলাম। রুই মাছের কালিয়া, সরষে বাটা দিয়ে পমফ্রেড, মুরগীর ঝোল, পাঁঠার মাংস। লকডাউনেই আমি প্রথম ভাতের ফ্যান গালতে শিখেছি। সেটাও আবার ৪ দিন সমস্ত ভাত বেসিনে উল্টে একাকার কাণ্ড ঘটিয়ে বসেছিলাম , পরে সেটা ছাকনি দিয়ে ছেঁকে ম্যানেজ করি…সেটাও একটা যুদ্ধ ছিল। আর হ্যাঁ, লকডাউনে আমি বুঝেছি, আমার সবথেকে প্রিয় কাজ বাসনমাজা (হাসি)। কেরিয়ারে যখন আর কিছু করতে পারব না, তখন বাসন মাজব। খুবই দামী ঠিকের কাজ করব। ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, জামাকাপড় কাচা সবই করেছি, কারণ মুম্বইয়ের বাড়িতে ওয়াশিং মেশিন ছিল না।
মেয়ে অন্বেষার সঙ্গে তোমার সম্পর্ক তো বন্ধুত্বপূর্ণ
স্বস্তিকা: পুরোটাই বন্ধুত্বপূর্ণ। ও যখন স্কুলে পড়ত, তখন ওই পরীক্ষার সময়টাতে আমায় মা ভর করত। বলতাম, পড়তে বস নাহলে ফেল করবি, সারাদিন ফোনে ঢুকে বসে আছিস। যেমনটা সব বাড়িতেই মায়ের হয়ত বলে। তবে ওই পরীক্ষার সময়টুকুতেই আমি 'মা'। স্কুলের পর মুম্বই থেকে ও গ্র্যাজুয়েশন করল। তখনও ফোন করে বলতাম, পড়ছিস না তো ফেল করবি। ও বলত, মা আমি আর স্কুলে পড়ি না। আর ও এখন মার্স্টার্স করছে। (হাসি)
অন্বেষাও কি অভিনেত্রী হতে চান?
স্বস্তিকা: একদম না, একদম না। ও ফরেন্সিক আর ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে মাস্টার্স করছে। ওটা নিয়েই এগোবে। ও এক্কেবারেই অভিনয়টা করতে চায় না।

স্বস্তিকা মুখোপাধ্যায়
স্বস্তিকার অবসর কাটে কীভাবে?
স্বস্তিকা: অবসরে OTT-তে প্রচুর সিরিজ, ছবি দেখি। ওটা আমার হোমওয়ার্ক করার জায়গা। এখন সারা বিশ্বের কাজই আমরা ওটিটিতে দেখতে পাই। শুধু দেশীয় ভাষার নয়। সেগুলো দেখে শেখার চেষ্টা করি। কোনও গুরুত্বপূর্ণ কিছু হলে সেটা একাধিকবার দেখি। একবার দর্শক হিসাবে, পরেরবার শেখার জন্য। ওটা করতে গিয়ে সময় যায় অনেকটাই। এছাড়া বই পড়তে আমি ভালোবাসি। চিত্রনাট্যও পড়তে হয়। চিত্রনাট্য না পড়লে আবার কোনটা করব বা করব না সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাকি মুম্বইযে আমার যে টিম, ওঁদের সঙ্গে খেতে যাই, সিনেমা দেখতে যাই, এসবই করি।
আপনি ভালো গানও করেন?
স্বস্তিকা: গানটা তো নিয়মিত করি না। যখন হয়ত ইচ্ছে হল তখন হয়ত গলা ফাটিয়ে গান করলাম, তবে সেটা একা থাকলে তবেই করি। (হাসি)
আরও পড়ুন-'কখনও কোনও লবিতে ছিলাম না, তাই যৌন হেনস্থার ঘটনাতেও কাউকে পাশে পাইনি', ফের সরব স্বস্তিকা