সিনেমা হোক বা মিউজিক ভিডিয়ো, এতদিন ক্যামেরার পিছনে কাজ করেছেন শমীক রায় চৌধুরী। কিন্তু এবার একদম নতুন ভূমিকায় টলিপাড়ার এই পরিচালক। অমর্ত্য সিনহা পরিচালিত ছবি ‘অসম্পূর্ণ’তে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শমীক। একটি মনস্তাত্ত্বিক থ্রিলার এই ছবি। এক বিবাহিত দম্পতি ও তাঁর পাঁচ বছরের কন্যা সন্তানকে ঘিরে এই সাইকোলজিক্যাল থ্রিলারের কাহিনি এগোবে, তবে গল্পের পরতে পরতে রয়েছে একাধিক স্তর।
শমীকের বিপরীতে এই ছবিতে দেখা মিলবে অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যের। শমীক রায়চৌধুরির ১৫ মিনিটের শর্ট ফিল্ম ‘ওকিয়াগারি' এর আগে দেশ-বিদেশের বহু ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত হয়েছে, পুরস্কারও এসেছে ঝুলিতে। পরিচালকের ‘বেলাইন’ ছবিটি খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায়। আর মাঝেই নতুন চমক শমীকের। অভিনয়ের পাশাপাশি ‘অসম্পূর্ণ’র সংলাপ লিখেছেন শমীক। ছবির কাহিনি ও চিত্রনাট্যের দায়িত্বভার সামলেছেন পরিচালক অমর্ত্য সিনহা।

অসম্পূর্ণর মিউজিকের দায়িত্বভার সামলাবেন তমাল কান্তি হালদার, চিত্রগ্রাহকের দায়িত্বে রয়েছেন প্রসেনজিত্ কোলে। এই ছবির বড় চমক প্রদীপ্ত ভট্টাচার্য, জাতীয় পুরস্কার জয়ী প্রদীপ্ত ভট্টাচার্য এই সাইকোলজিক্যাল থ্রিলার সম্পাদনার দায়িত্ব থাকছেন। গল্পের মোচড় অনুযায়ী যে ধরণের অভিনেতা-অভিনেত্রীর প্রয়োজন ছিল, তেমনই কাস্ট বেছে নিয়েছেন পরিচালক। অমর্ত্যর কথায় শমীক এই চরিত্রের জন্য একদম পারফেক্ট ম্যাচ।