পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কাজ থেকে বরখাস্ত করা নিয়ে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় টালবাহানা চলছে। রাহুল-ফেডারেশন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন পরিচালকরাও। রাহুলের উপর থেকে ডিরেক্টরস গিল্ড কর্মবিরতি তুলে নিলেও তা মানতে নারাজ টেকনিশিয়ানরা। এই দ্বন্দ্বের মাঝে সোমবার কর্মবিরতিতে যান পরিচালকরা, যদিও শেষপর্যন্ত তাঁরা ফেডারেশনের কাছে আলোচনা করে সমস্যা মেটানোর আহ্বান জানান।
তবে আলোচনার আবেদনের পরেও শ্যুটিং বন্ধের দায় পরিচালকদের উপরই চাপিয়েছে ফেডারেশন। যদিও আলোচনায় আপত্তি নেই বলেও জানিয়েছিলেন সভাপতি স্বরূপ বিশ্বাস। তবে পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আর্টিস্ট ফোরাম। কী জানিয়েছে শিল্পী মহল?
আর্টিস্ট ফোরামের বিবৃতিতে লেখা হয়, ‘আপনারা জ্ঞাত আছেন যে আজ সকাল থেকে বাংলা ফিল্ম, টেলিভিশন ও ওটিটি ইন্ডাস্ট্রির সমস্ত শ্যুটিং বন্ধ রয়েছে। এটা একটা অনভিপ্রেত পরিস্থিতি। আমরা আগেও জানিয়েছি, কোনও অবস্থায় শ্যুটিং ব্যহত হোক, আমরা চাইনা। সমস্ত সমস্যার সমাধান, মুখোমুখি আলোচনার টেবিলে হোক। আজ শ্যুটিং বন্ধ থাকার ফলে আমাদের সদস্যরা সম্পূর্ণ রোজগারহীন রইলেন। মনে রাখা দরকার, আমাদের সদস্যরা দিন আনি, দিন খাই, ভিত্তিতে জীবনযাপন করেন। আজকের পৃথিবীতে শ্যুটিং বন্ধ থাকা একটা বিরাট অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করেছে আমাদের কর্মজীবনে। আমরা সদস্যরা এই সমস্যার সমব্যথী এবং তাঁদের স্বার্থে অবিলম্বে শ্যুটিং চালু করার দাবি জানাচ্ছি।’
আরও পড়ুন-রাহুলকে মানতে নারাজ, ‘শ্যুটিং কিছু পরিচালকই বন্ধ করেছেন, কলাকুশলীরা নয়’, বলছে ফেডারেশন