সম্প্রতি অভিষেক বচ্চনের হাতে একটি গেরুয়া রঙের ঘড়ি দেখা গিয়েছে। কিন্তু সেটা মোটেই কোনও সাদামাটা ঘড়ি💜 নয়। বরং সেটা এপিক এক্স রাম জন্মভূমি টাইটেনিয়াম এডিশন ২ এর। যেহেতু এটা লিমিটেড এডিশনের ঘড়ি সেহেতু বোঝাই যাচ্ছে এখানে বেশ কিছু বিশেষত্ব আছে। কিন্তু কী সেগুলো? দামই বা কত এই ঘড়ির?
কী ঘটেছে?
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে এই ঘড়িটি পরে এসেছিলেন অভিষেক বচ্চন। এটি মার্ভেলের লিমিটেড এডিশন ঘড়ি হলেও, এটি ভারতীয় ঐতিহ্য বলা ভালো অযোধ্যা রাম মন্দিরকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। জুনিয়র বচ্চনের এই🐼 ঘড়িটি জেকব অ্যান্ড কোম্পানির। এটা দেখতে যেমন নজরকাড়া তেমনি ঐতিহ্য বহন করছে। ঘড়িটির মধ্যে রয়েছে অযোধ্যার মন্দির আঁকা। বাদ যায়নি হিন্দু দেবদেবীদের ছবি। রাম জন্মভূমির ঐতিহাসিক গুরুত্বকে যে এই ঘড়ি তুলে ধরেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
বিশ্বজুড়ে এই ঘড়িটি মাত্র ৪৯টি আছে। ৯টার কাঁটায় আছে মন্দিরের মোটিফ। ৩ টের কাঁটায় আছে প্রভু রাম এবং হনুমান। ৬ টার কাঁটায𒈔় আছে জয় শ্রী রাম লেখা।
আপনিও কি অভিষেক বচ্চনের মতোই এই ঘড়ি নিজের কালেকশনে রাখতে চাইছেন? তাহলে জানাই ঘড়ির দাম শুনে চমকালেꦫও চমকাতে পারেন। এই ঘড়িটির দাম মাত্র ৩৪ লাখ টাকা। এমনটাই ইথোসেl ওয়েবসাইট থেকে জানা গিয়েছে।
প্রসঙ্গত অভিষেক বচ্চনকে শেষবার দেখা গিয়েছে সুজিত সরকারের সিনেমা আই ওয়ান্ট টু টকে । তাঁকে আগামীতে হিসাব ছবিতে দেখা যাবে শেফালি শাহ এবং জয়দীপ আলাওয়াটের সঙ্গে। এছাড়া রানা নাইডুဣ সিজন ২ ও আসছে তাঁর।
আরও পড়ুন: দ🐼গ্ধ জিভে আওড়াচ্ছেন ভারতের সংবিধানের প্রস্তাবনা, হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে! হঠꦆাৎ কী হল মিঠুনের?