শুভব্রত মুখার্জি: বুধবারেই দক্ষিণ ভারতের শহর হায়দরাবাদে এসে পৌঁছেছে পাকিস্তান সিনিয়র ক্রিকেট দল। ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ভারতে পা রেখেছেন বাবর আজমরা। পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে। ৬ অক্টোবর নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে খেলবে তারা। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান দল। সুপার ফোর পর্যায়ে হেরেই ছিটকে গিয়েছে তারা। ভারতের কাছেও বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। আর এমন আবহেই প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইউনিস মনে করেন, আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। ভারতের থেকে পাকিস্তান দলকে অনেকটাই দুর্বলও বলেছেন ওয়াকার ইউনিস।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন অক্ষর, পরিবর্ত হিসাবে দলে অশ্বিন
ওয়াকার ইউনিসের মতে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত বিশ্বকাপের জন্য অনেক ভালো ভাবে প্রস্তুত। ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স দেখার পরেই এই মন্তব্য করেছেন ওয়াকার ইউনিস। উল্লেখ্য, এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে কলম্বোতে ভারতের কাছে ২২৮ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল পাকিস্তানকে। আসন্ন ওডিআই বিশ্বকাপে ১৪ অক্টোবর আমদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তান মহারণ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ওয়াকার ইউনিসের মতে, এই ম্যাচে পাকিস্তানের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর এই ম্যাচে কিছুটা হলেও ‘মেন ইন ব্লু’রা এগিয়ে আছেন।
আরও পড়ুন: বিশ্বকাপ টিমে ল্যাবুশেনের ঢোকার রাস্তা পরিষ্কার করলেন অ্যাগার, চোট থাকলেও রেখে দেওয়া হল হেডকে
তিনি বলেছেন, ‘আমরা সবাই জানি, ওডিআই বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব থেকে বড় ম্যাচ হতে চলেছে। যে কোনও ম্যাচের থেকে বড় ম্যাচ হতে চলেছে এই ম্যাচ। তাই আমদাবাদে যখন খেলবে ভারত এবং পাকিস্তান, তখন নিজের নার্ভকে ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমার মতে, পাকিস্তান বেশ চাপে থাকবে। কারণ এই ম্যাচে ভারতের তুলনায় পাকিস্তান দল অনেকটাই দুর্বল। তবে ভারতও চাপে থাকবে। কারণ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের প্রত্যাশার চাপে থাকবে। তবে দর্শকদের প্রত্যাশার চাপ কিন্তু দুই দলের উপরেই থাকবে। আমি যদি পাকিস্তানকে নিয়ে বলতে চাই, তাহলে বলব এই মুহূর্তে তারা অনেকটা হিট অ্যান্ড মিস দল। নাসিম শাহের অনুপস্থিতি পাকিস্তানের কাছে খুব বড় ক্ষতি। নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি একে অপরের পরিপূরক। ফলে নাসিমের না থাকাটা খুব বড় ক্ষতি।’