পার্থ টেস্টে জয়ের পরে অ্যাডিলেডে ভারতকে সাফল্যের ফর্মুলা বদলাতে হয়। কেননা চলতি বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট খেলা হয় গোলাপি বলে। ডে-নাইট টেস্টে পরাজিত হওয়ার পরে ব্রিসবেনের তৃতীয় টেস্টেও ভারত আহামরি পারফর্ম্যান্স উপহার দিতে পারেনি। যদিও বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টেস্ট ড্র হয়। তবে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে মাঠে নামার আগে ভারত তাদের গেম প্ল্যান স্থির করে ফেলেছে ইতিমধ্যেই।
১-১ সমতায় দাঁড়ুয়ে থাকা সিরিজে লিড নিতে হলে চতুর্থ টেস্টে কী করতে হবে, সেটা বুঝতে অসুবিধা হয়নি ভারতীয় শিবিরের। আকাশ দীপ স্পষ্ট হদিশ দিলেন গেম প্ল্যানের। আসলে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে দেখা দিয়েছেন ট্র্যাভিস হেড।
চলতি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে রান পেয়েছেন অ্যালেক্স ক্যারি-স্টিভ স্মিথরাও। তবে হেডের মতো অপ্রতিরোধ্য দেখায়নি কাউকেই। তাই মাথা (হেড) ছাঁটলে যে, ধসে পড়বে অজি ব্যাটিং লাইন-আপ, সেটা বুঝে গিয়েছে ভারতীয় শিবির। সেই কারণেই মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের মূল মন্ত্র হল, হেডকে ফেরাও তড়িঘড়ি।
এই প্রসঙ্গে আকাশ দীপ বলেন, ‘আমাদের পরিকল্পনা খোলসা করা সম্ভব নয়। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমাদের গেম প্ল্য়ান তৈরি থাকবে। একজন পেসার হিসেবে আমরা নির্দিষ্ট জায়গায় বল রাখার চেষ্টা করে যাব। নিজেদের বোলিংয়ে শৃঙ্খলা বজায় রাখা দরকার। পিচের পরিস্থিতি অনুযায়ী ওভার দ্য উইকেট এবং অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করতে হবে আমাদের।’
রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আকাশ দীপ আরও জানান, ‘আমার মনে হয়, ট্র্যাভিস হেডকে বিশেষ করে শর্ট বলের বিরুদ্ধে অস্বস্তিতে দেখাচ্ছে। আমরা ওকে ক্রিজে সেট হতে দেব না। আমরা ওর বিরুদ্ধে বিশেষ একটা জায়গায় আক্রমণ করব। ওকে ভুল করতে বাধ্য করাতে চেষ্টা করব। তাহলেই সুযোগ তৈরি করা যাবে।’
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ট্র্যাভিস হেডের ব্যক্তিগত পারফর্ম্যান্স
ট্র্যাভিস হেড চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ৩টি টেস্টের ৫টি ইনিংসে ব্যাট করেছেন। তিনি সংগ্রহ করেছেন দু'দলের সব ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি ৪০৯ রান। ব্যাটিং গড় ৮১.৮০। হেড ৯৪.২৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন, যা বাড়তি সুবিধা করে দেয় অস্ট্রেলিয়াকে। দ্রুত গতিতে রান তুলে ভারতীয় বোলারদের যারপরনাই বিব্রত করেন ট্র্যাভিস। তিনি সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন এখনও পর্যন্ত। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫২ রানের।