ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার শিবম দুবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (MCA) জানিয়েছেন যে তারা রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে খেলতে প্রস্তুত। মুম্বই ২৯ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ'-তে দ্বিতীয় স্থানে ছিল। যেখানে জম্মু ও কাশ্মীর ৩৫ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা শেষ রাউন্ডে বরোদাকে পরাজিত করে শীর্ষে উঠে আসে।
যদিও চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবের ফর্ম ভালো যাচ্ছে না, তিনি ০, ১৪, ১২, ০ ও ২ রান করেছেন, তবু তার উপস্থিতি মুম্বই দলের জন্য বড় সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে।
MCA সূত্রে নিশ্চিত করা হয়েছে:
এক MCA সূত্র জানিয়েছে, ‘যাদব ও দুবে আমাদের জানিয়েছেন যে তারা কোয়ার্টার ফাইনালের জন্য উপলব্ধ। নির্বাচক কমিটি শীঘ্রই দল ঘোষণা করবে।’ শিবম দুবে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন, যেখানে তিনি দুই ইনিংসেই শূন্য (পেয়ার) করেন। কিন্তু এরপরই তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক পান এবং পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফিফটি করেন।
আরও পড়ুন… Hockey India League 2024-25: হায়দরাবাদ তুফানকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রাঢ় বেঙ্গল টাইগার্স
সূর্যকুমার যাদব এবারের রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলেছেন তবে তিনি জাতীয় দলের ব্যস্ততার কারণে আর অংশ নিতে পারেননি। তবে, তিনি মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন… এটা সত্যিই বিশেষ একটা মুহূর্ত: বিশ্ব চ্যাম্পিয়ন করার পরে আবেগে ভাসলেন ভারতের ক্যাপ্টেন নিকি প্রসাদ
কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ হরিয়ানা
মুম্বই শেষ লিগ ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে জয় পেতে বোনাস পয়েন্টের প্রয়োজন ছিল, যা তারা তৃতীয় দিনেই নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নেয়। কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পাঁচ দিন চলবে।