শুক্রবার থেকে ভাইরাল হয়েছিল এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে এক কিশোরী দৌড়ে এসে অবিকল জাহির খানের স্টাইলে বল করছেন। যা দেখে চোখ ফেরাতে পারেননি সচিন তেন্ডুলকরও। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করেন। যা মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে ওঠে নেটিজেনদের। জাহির খানকে মেনশন করে তিনি লেখেন,‘মসৃণ, পরিশ্রমহীন। দেখতেও ভালো লাগছে। সুশীলা মীনার বোলিং অ্যাকশন অনেকটা জাহির খানের মতো। জাহির, তোমারও কি তাই মনে হয় না?’ অবশ্যই বড়দিনের আগে এটা রাজস্থানের ছোট্ট গ্রামের বাসিন্দা ওই কিশোরীর জীবনের সবচেয়ে বড় উপহার ছিল। এবার সেই ভিডিয়োর সূত্র ধরে প্রতিক্রিয়া দিলেন জাহির খান।
সচিনের পোস্টের পর ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন জাহির। তিনি লিখেছেন, ‘সচিন আপনি যথার্থই বলেছেন, এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারি না। তার অ্যাকশন খুবই মসৃন এবং চোখে পড়ার মতো। সে ইতিমধ্যেই অনেক প্রতিশ্রুতি দেখাচ্ছে!’এই প্রথমবার নয় যে সচিন কোনও স্থানীয় খেলোয়াড়ের ভিডিয়ো শেয়ার করেছেন। এর আগে, তিনি জম্মু ও কাশ্মীরের প্যারা-ক্রিকেটার আমির হুসেনকে ব্যাপকভাবে প্রচার করেছিলেন। আমির একজন বাহুবিহীন ক্রিকেটার। তিনি সচিনকে তাঁর প্রচেষ্টা এবং দেশের হয়ে খেলার দৃঢ় সংকল্পের মাধ্যমে সম্পূর্ণভাবে মুগ্ধ করেছিলেন। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের অবসরের ঘটনার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সচিন তেন্ডুলকর।
তিনি লিখেলছিলেন, ‘অশ্বিন, তুমি যেভাবে তোমার মন এবং হৃদয়ের সঙ্গে নিখুঁত সমন্বয় স্থাপন করে গেমটি খেলো আমি সব সময় তার প্রশংসা করি। নিখুঁত ক্যারাম বল করা থেকে গুরুত্বপূর্ণ রান করা, তুমি সবসময় জয়ের জন্য নতুন নতুন পথ খুঁজে বের করেছ । প্রতিশ্রুতিশীল প্রতিভা থেকে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার হয়ে উঠতে দেখাটা খুবই চমৎকার। তোমার যাত্রা সত্যিকারের মহান, তুমি কখনও পরীক্ষা নিরীক্ষা করতে পিছুপা হও নিই। তোমার লেগাসি সকলকে অনুপ্রাণিত করবে। দ্বিতীয় ইনিংসের জন্য তোমায় অনেক অনেক শুভেচ্ছা।’
অন্য দিকে জহিরের কথা বলতে গেলে, এই তারকা পেসারের ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। তিনি ভারতের হয়ে ৯২টি টেস্ট, ২০০টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তাঁর ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে, সব ফরম্যাট মিলিয়ে মোট ৬১০টি উইকেট নিয়েছিলেন। তার পাশাপাশি, তিনি ১০০টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ১০২টি উইকেট নিয়েছেন।