বিজয় হাজারে ট্রফির প্রথম কয়েকটা ম্যাচ থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পৃথ্বীর দল চ্যাম্পিয়ন হয়েছে এবারে। কিন্তু মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা হতেই ধাক্কা খেয়েছেন পৃথ্বী। কারণ তাঁর নাম প্রথম কয়েকটা ম্যাচে দেখা যায়নি, আর তারপরই সোশাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছিলেন এই ওপেনার।
সোশাল মিডিয়ায় নিজের লিস্ট এ কেরিয়ারের পরিসংখ্যান তুলে ধরেই পৃথ্বী এমন একটা চিত্র তৈরি করে দিয়েছিলেন, যে তাঁর সঙ্গে অন্যায় হয়েছে। যদিও মুম্বই ক্রিকেট সংস্থার শীর্ষকর্তারা কিন্তু বলছেন অন্য কথা। আরও একবার শৃঙ্খলা নিয়েই প্রশ্ন তুলেছেন পৃথ্বীর বিরুদ্ধে। যে অভিযোগ তাঁরা করেছেন, সেটা মারাত্মক। একজন ক্রিকেটারের থেকে সেই কাজ মোটেই আশা করা যায় না।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
পৃথ্বীর ফিটনেস নিয়ে ফের প্রশ্ন-
মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা নিজের নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে জানিয়েছেন, ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে এমনও হয়েছে আমাদের ১০ জন ফিল্ডার নিয়ে খেলতে হয়েছে পৃথ্বী শকে লুকিয়ে রাখার জন্য। বল ওর পাস থেকে চলে গেলেও ও সেটা আটকাতে পারবে না। এমনকি ব্যাটিংয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি ও বল পর্যন্ত পৌঁছাতে পারছে না। ’।
সিনিয়ররা বিরক্ত পৃথ্বীর ব্যবহারে-
সেই কর্তার আরও দাবি, ‘পৃথ্বী ফিটনেস, শৃঙ্খলাবোধের অভাব এবং ব্যবহার অত্যন্ত খারাপ। আর সব ক্রিকেটারদের জন্যই নিয়ম আলাদা, তাই পৃথ্বীর ক্ষেত্রেও কোনও ছাড় নেই। এমনকি দলের সিনিয়র ক্রিকেটাররাও পৃথ্বী শয়ের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে এখন। ’।
ফের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ-
সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন নাকি অনুশীলনেও ঠিক মতো আসতেন না পৃথ্বী শ। ভোর পর্যন্ত পার্টি করে হোটেলে ফিরতেন। সেই কর্তা জানিয়েছেন, সোশাল মিডিয়ায় এই ধরণে আবেগঘন পোস্ট দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তাতে লাভ হবে না পৃথ্বীর, কারণ তাঁদের রাজ্য সংস্থা দলের কথা চিন্তা করে। ক্রিকেটারদের ভবিষ্যৎের কথা চিন্তা করে।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
সিমপ্যাথি পাবেন না পৃথ্বী-
সেই কর্তা বলছেন, ‘তুমি যদি মনে কর মুম্বইয়ের নির্বাচক এবং এমসিএর ওপর তোমার সোশাল মিডিয়ার পোস্টের জন্য কোনও চাপ তৈরি হবে, তাহলে সেটা একদমই ভুল। আমি একটা কথা বলতে পারি, পৃথ্বীর কোনও শত্রু নেই কিন্তু। ওর শত্রু ও নিজেই। ’ এই কথার মাধ্যমে সেই ক্রিকেট কর্তাও নিজের হতাশা প্রকাশ করতে চেয়েছেন এমন প্রতিভা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে দেখতে পেরে।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
শ্রেয়সও কঠোর বার্তা দেন পৃথ্বীকে-
এর আগে তাঁদের দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারও স্পষ্ট করেই বলেছিল, পৃথ্বী শ বাচ্ছা নয় যে তাঁকে কোলে করে শিখিয়ে দিতে হবে সব কিছু। ওর ওয়ার্ক এথিক্স ঠিক করা উচিত বলে মনে করছেন শ্রেয়স। বলেছিলেন, পৃথ্বী যা প্রতিভা রয়েছে সেটা ব্যবহার করতে পারলে ও আকাশচুম্বি সাফল্য পাবে, কিন্তু যা করার পৃথ্বীকেই করতে হবে নিজের জন্য।
আরও পড়ুন-সিরাজ-আকাশদের ব্যর্থতার দিনেও উজ্জ্বল বুমরাহ! বোলারদের ব্যর্থতা ঢাকতে হেডের প্রশংসায় মর্কেল…
২০১৮ সালে অনবদ্য উত্থান-
পৃথ্বী শকে কয়েক মাস আগে রঞ্জি ট্রফির দল থেকেও বাদ দিয়ে এমসিএর ফিটনেস প্রোগ্রামে অংশগ্রহণ করতে বলা হয়েছিল, কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি সেটা করেননি। ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে মাত্র ১৮ বছর বয়সেই টেস্ট অভিষেক করে সকলের নজর কেড়েছিলেন, প্রথম টেস্টেই ছিল শতরান। কিন্তু এরপর মাত্র চারটি টেস্টে খেলেছেন তিনি। চার বছর আগে তিনি শেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।