সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিক যে হাল হয় জোস বাটলারদের, এবার ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে তেমনই পরিস্থিতি ইয়ন মর্গ্যানদের। সব ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয় ইংল্যান্ড। এবার মাস্টার্স লিগে এখনও পর্যন্ত কোনও ম্যাচ না জিতেই ছিটকে যাওয়া নিশ্চিত করে ফেলেছে ব্রিটিশ দল।
সোমবার রায়পুরে মাস্টার্স লিগের ম্যাচে ইংল্যান্ডকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় শ্রীলঙ্কা। সৌজন্যে, কুমার সাঙ্গাকারার বিধ্বংসী শতরান। সেই সুবাদে ভারতকে টপকে লিগ টেবিলের শীর্ষ উঠে আসে সিংহলিরা এবং সেমিফাইনালের টিকিটিও নিশ্চিত করে ফেলে।
সোমবার টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড মাস্টার্স। ফিল মাস্টার্ডের হাফ-সেঞ্চুরিতে ভর করে তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৬ রান সংগ্রহ করে। মাস্টার্ড ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫০ রান করে আউট হন।
এছাড়া ইয়ন মর্গ্যান ১০, টিম অ্যামব্রোজ ১৭, ড্যারেন ম্যাডি ১৫, টিম ব্রেসনান ১৮ ও ক্রিস ট্রেমলেট ১৪ রানের যোগদান রাখেন। শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নেন ইসুরু উদানা, দিলরুয়ান পেরেরা, আসেলা গুণরত্নে, চতুরঙ্গ ডি'সিলভা ও জীবন মেন্ডিস।
বিধ্বংসী শতরান কুমার সাঙ্গাকারার
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাস্টার্স দল ১২.৫ ওভারে মাত্র ১ উইকেটের বিনিময়ে ১৫০ রান তুলে ম্যাচ জিতে যায়। কুমার সাঙ্গাকারা ১৯টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ১৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন।
১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৬ রান করেন রমেশ কুলুবিথরনা। ৪টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন আসেলা গুণরত্নে। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন দিমিত্রি মাসকারেনহাস। ম্যাচ জেতানো শতরানের সুবাদে সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুমার সাঙ্গাকারা।