রবিবার দুবাইয়ে ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপের শেষ ম্যাচে অনবদ্য বল করেন নিউজিল্যান্ডের বোলাররা। ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে আড়াইশোর কমে আটকে রাখা নিঃসন্দেহে কৃতিত্বের। তবে কিউয়ি বোলারদের পক্ষে এমন অসাধ্যসাধন সম্ভব হতো না ফিল্ডা যথাযথ সঙ্গত না করলে।
বরং বলা ভালো যে, ফিল্ডারদের জন্যই ভারতকে নাগালে বাঁধতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ম্যাচে ভারতের ৮ জন ব্যাটার ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। কার্যত প্রতিটি ক্যাচই ছিল অনবদ্য। তবে গ্লেন ফিলিপস ও কেন উইলিয়ামসনের ২টি ক্যাচের কথা আলাদা করে উল্লেখ করতেই হয়।
বিশেষ করে ম্যাট হেনরির বলে বাঁ-দিকে ঝাঁপিয়ে কেন উইলিয়ামসন রবীন্দ্র জাদেজার যে ক্যাচটি ধরেন, তাকে এককথায় অসাধারণ বলতেই হয়। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ লিগ ম্যাচে টস জেতে নিউজিল্যান্ড। তারা শুরুতে ব্যাট করতে পাঠায় ভারতকে।
অবিশ্বাস্য ক্যাচ কেন উইলিয়ামসনের
প্রথম ইনিংসের ৪৫.৫ ওভারে হেনরির ক্রস সিম ডেলিভারিতে বল অনেকটা লাফিয়ে ওঠে। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাট লাগিয়ে বসেন জাদেজা। বল উড়ে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা কেন উইলিয়ামসনের বাঁ-দিকে। উইলিয়ামসন তড়িৎ গতিতে নিজের বাঁ-দিকে শরীর ছুঁড়ে দেন। তিনি শূন্যে ওড়া অবস্থায় বাঁ-হাতে বল লুফে নেন। ফলে ব্যক্তিগত ১৬ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয় জাদেজাকে। ২০ বলের সংক্ষিপ্ত ইনিংসে জাদেজা ১টি চার মারেন।
আরও পড়ুন:- চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে বেশি রান, কালিস ও রুটকে টপকে ৬-এ উঠলেন বিরাট কোহলি
ম্যচে আরও একটি দুর্দান্ত ক্যাচ ধরেন উইলিয়ামসন। ২৯.২ ওভারে রাচিন রবীন্দ্রর লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করার চেষ্টা করেন অক্ষর প্যাটেল। বল ব্যাটের কানায় নিয়ে উপরে উঠে যায়। শর্ট ফাইন-লেগে ফিল্ডিং করছিলেন উইলিয়ামসন। বল তাঁর মাথার অনেকটা উপরে ছিল। তবে ঠিক সময়ে লাফিয়ে এক হাতে ক্যাচ ধরে নেন উইলিয়ামসন। ফলে ব্যক্তিগত ৪২ রানের মাথায় আউট হয়ে মাঠ ছাড়তে হয় অক্ষরকে। ৬১ বলের ইনিংসে অক্ষর ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
ভারত শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৭৯ রান করেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলের লড়াকু ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ৪৫ বলে ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া। তিনিও ৪টি চার ও ২টি ছক্কা মারেন। রোহিত শর্মা ১৫, বিরাট কোহলি ১১, লোকেশ রাহুল ২৩ ও শুভমন গিল ২ রান করে আউট হন।