ব্যাট হাতে সফল হননি, তবে বল হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দেন আন্দ্রে রাসেল। এমনটা নয় যে, রাসেল রান পাননি বলে ওয়েস্ট ইন্ডিজের সার্বিক ব্যাটিং পারফর্ম্যান্স নিতান্ত খারাপ হয়েছে। বরং ২০ ওভারে ২০০ রানের গণ্ডি টপকে যায় ক্য়ারিবিয়ান দল। তবে তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের মুখ দেখতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। আসলে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার ও বল হাতে অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়ার জয়ের মঞ্চ গড়ে দেন।
হবার্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার। ঝোড়ো ইনিংসে খেলেন জোশ ইংলিস ও টিম ডেভিড।
ওয়ার্নার ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৩৬ বলে ৭০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন। ওয়ার্নার ১২টি চার ও ১টি ছক্কা মারেন। ইংলিস ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন। টিম ডেভিড ১৭ বলে ৩৭ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: শেষ চার ম্যাচে ৩টি সেঞ্চুরি, চোট সারিয়ে ‘মাঠে ফিরেই’ রঞ্জিতে ১৫০ টপকালেন পৃথ্বী শ
এছাড়া মিচেল মার্শ ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ১০, মার্কাস স্টইনিস ৯, ম্যাথিউ ওয়েড ২১ ও অ্যাডাম জাম্পা অপরাজিত ৪ রান করেন। খাতা খুলতে পারেননি শন অ্যাবট। আন্দ্রে রাসেল ৪ ওভার বল করে ৪২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৪৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আলজারি জোসেফ। ১টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড।
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০২ রানে আটকে যায়। ওপেন করতে নেমে আগ্রাসী হাফ-সেঞ্চুরি করেন ব্র্যান্ডন কিং। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ৩৭ বলে ৫৩ রান করে আউট হন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪২ রান করেন জনসন চার্লস।
আরও পড়ুন:- ICC Ranking: টেস্টের সেরা পাঁচ অল-রাউন্ডারের তিনজন ভারতীয়, চোখ রাখুন তালিকায়