বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Barrackpore Shoot out: ব্যারাকপুরে চলল গুলি, আহত যুবক ভর্তি হাসপাতালে, কাছেই পুলিশ কমিশনারেট
এবার ব্যারাকপুরে গুলি চলেছে। বিকেল ৪টে নাগাদ চলল গুলি। ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে এক যুবককে গুলি করা হয়েছে বলে খবর। তিনজন দুষ্কৃতী এসেছিল বলে খবর। ওই যুবকের বুকের কাছে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তার বুকের পাঁজরে গুলি লেগেছে। তার বয়স প্রায় ৩০ বছর। তবে কেন তাকে গুলি করা হয়েছে তা পরিস্কার নয়। ঘটনার পরেই পদস্থ পুলিশ কর্তারা এলাকায় গিয়েছে। কেন তাকে নিশানা করে গুলি করা হল তা পরিস্কার নয়। টিটাগড় ও ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের কাছে গুলি চালানো হয়েছে বলে খবর।