নিখোঁজ হয়েছিলেন স্বামী। উদ্বেগ ক্রমশ বাড়ছিল। সোশ্য়াল মিডিয়াতে পোস্টও করেছিলেন তিনি। অবশেষে সেই নিখোঁজ স্বামীর সন্ধান পেলেন রাজভবনের পদস্থ পুলিশ আধিকারিক শান্তি দাস বসাক। তাঁর স্বামী দীপাঞ্জন বসাকের খোঁজ মিলছিল না। এনিয়ে সোশ্য়াল মিডিয়াতেও জানিয়েছিলেন শান্তি দাস বসাক। বৃহস্পতিবার থেকে তাঁর খোঁজ মিলছিল না। অবশেষে খোঁজ মিলল দীপাঞ্জনের। কার্যত সিনেমার গল্পকেও হার মানায় এই কাহিনি। একেবারে বাস্তবের ঘটনা।
সূত্রের খবর, হাওড়া যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়েছিলেন দীপাঞ্জন। তারপর তার আর খোঁজ মিলছিল না। ওই দীপাঞ্জন অভিনেতা হিসাবেও পরিচিত। একটা সময় তিনি অভিনয় করতেন। তবে২০২২ সাল থেকে অভিনয় জগত থেকে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। তবে স্বামীর নিখোঁজের খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে থাকেন তাঁরা। তবে কেন তিনি হারিয়ে গিয়েছিলেন? বলা ভালো নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন তিনি সব কিছু মিলিয়ে নানা প্রশ্ন উঠছে।
তবে সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিক সোশ্য়াল মিডিয়ায় স্বামী নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন আমার স্বামী দীপাঞ্জন নিখোঁজ। পরিবারের সদস্যরা বেশ উদ্বিগ্ন। যদি কেউ তথ্য় পান তবে আমাকে মেসেজ করবেন।
‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কদিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা দেখা যাচ্ছিল। কিছুই যেন তাঁর ভাল লাগছিল না। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে।’ জানিয়েছিলেন শান্তি দাস বসাক।
তবে সূত্রের খবর, এই পোস্ট হওয়ার পর থেকেই নানা মহলে তোলপাড় পড়ে যায়। পরবর্তীসময়ে বন্ধুবান্ধবদের মাধ্যমে খোঁজ মেলে দীপাঞ্জনের।
তবে সোশ্য়াল মিডিয়ায় তিনি জানিয়ে দিয়েছেন, সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। যাঁরা দীপাঞ্জনকে খুঁজে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করেছেন। তিনি এখন নিরাপদে রয়েছেন। সুরক্ষিত রয়েছেন।
তবে দীপাঞ্জনের দেখা মিলেছে, এই খবরে স্বস্তি পেয়েছেন অনেকেই। কারণ এক পুলিশ আধিকারিকের স্বামী নিখোঁজ হয়েছেন এই খবরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু অবশেষে খোঁজ মিলেছে দীপাঞ্জনের।
তবে কোথায় গিয়েছিলেন দীপাঞ্জন তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে যে দীপাঞ্জন নিখোঁজ হয়েছেন এটা জানার পরেই বিভিন্ন মহলের তরফে খোঁজ শুরু হয়। যে বন্ধুরা দীপাঞ্জনের খোঁজ দিয়েছেন তাঁদেরকে ধন্য়বাদ জানিয়েছেন শান্তি দাস বসাক। এটা এবার বড় স্বস্তির।