জেল ফেরত আরাবুল ইসলামের গাড়ি থেকে লাঠি উদ্ধার হয়েছে বলে দাবি করল পুলিশ। বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে আসেন আরাবুল। সেখানে তাঁর গাড়ি তল্লাশি করেন পুলিশ আধিকারিকরা। পুলিশের দাবি, আরাবুলের গাড়ি থেকে উদ্ধার হয়েছে বাঁশ, কোদালের বাঁট ও লাঠি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আরাবুলের ছেলে তথা ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলি সদস্য হাকিমুল।জেল থেকে মুক্তি পাওয়ার পর আদালতের নির্দেশে সোমবার প্রথম পঞ্চায়েত সমিতিতে যান আরাবুল। তবে নিজের ঘরে ঢুকতে পারেননি তিনি। বিডিওর ঘরে বসে ফিরতে হয়। ওদিকে আরাবুলের পঞ্চায়েত সমিতিতে আসাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েত সমিতির বাইরে জড়ো হয় বহু মানুষ। আরাবুলপন্থীদের শাসানো ও মারধরের অভিযোগ ওঠে ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে।pঅভিযোগ, গাড়ি থেকে উদ্ধার হয় বাঁশ, কোদালের বাঁট ও বেশ কয়েকটি লাঠি। আরাবুল পঞ্চায়েত সমিতিতে ঢুকে গেলে তাঁর অনুগামীদের সরিয়ে দেয় পুলিশ।ওদিকে আরাবুলের ছেলে হাকিমুলের দাবি, গাড়ি থেকে পতাকা লাগানোর প্লাস্টিকের লাঠি উদ্ধার করেছে পুলিশ। একজন রাজনৈতিক নেতার কাছে পতাকা লাগানোর লাঠি থাকবে এটা স্বাভাবিক ব্যাপার। এই নিয়ে অহেতুক শোরগোল করছে তৃণমূল।জানা গিয়েছে, এদিনও নিজের ঘরে ঢুকতে পারেননি আরাবুল ইসলাম। বিডিওর ঘরে বসে আলোচনা করেছেন তিনি। কথা বলেছেন অনুগামীদের সঙ্গে।