আজ, মঙ্গলবার দুর্গাপুরের তিনটি মেডিকেল কলেজ হাসপাতালে ইডি হানা দিয়েছে। একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসাররা। আর মেডিক্যাল কলেজে ভর্তি কোটা মামলায় কলকাতা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর–সহ রাজ্যের নানা প্রান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ইডি সূত্রে খবর, টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি করা হয়েছে। ভুয়ো নথি দিয়ে জাল করে দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে আশঙ্কা অফিসারদের। ফলে এটা শুধু এই রাজ্যে নয় গোটা দেশজুড়েই নানা জায়গায় দুর্নীতি হয়েছে বলে তথ্য পেয়েছেন তাঁরা। প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়ি হলদিয়াতেও চলছে ইডি তল্লাশি।
আজ, মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান রাজনীতিবিদ লক্ষ্মণ শেঠের বাড়িতে পৌঁছে গেলেন ইডি অফিসাররা। ‘অঙ্গীকার’ নামের সেই বাড়িতেই এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ। স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। লক্ষ্মণ শেঠের বাড়ির পাশাপাশি তাঁর তৈরি করা বেসরকারি হাসপাতাল ‘আই কেয়ার’ সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার সেটার একাধিক তথ্য হাতে নিয়ে নেমে পড়েছে ইডি। এই বিষয়ে নানা অভিযোগ জমা পড়েছিল ইডির কাছে। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। এখন চলছে তল্লাশি।
আরও পড়ুন: দুটি কিডনিই খারাপ, চিকিৎসার টাকা নেই, অসুস্থ দিনমজুরের ফোন পেয়ে সাহায্য অভিষেকের
হলদিয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে লক্ষ্মণ শেঠের বাড়ি। সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি করা হয়েছে। তারপর সেখান থেকে তাঁর মেডিক্যাল কলেজ আইকেয়ার–এও যান তদন্তকারীরা। আজ, মঙ্গলবার রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে হানা দিয়েছে ইডি। আজ রাজ্যের আটটি সরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর ওই কলেজগুলির মালিকদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যে অন্যতম সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের এই কলেজ। বামফ্রন্ট সরকারের জমানায় হলদিয়া শিল্পাঞ্চল থেকে শুরু করে গোটা বন্দরশহরে তাঁর ডাকে বাঘে–হরিণে একঘাটে জল খেত। এখন তিনিই বিপাকে।