By Anamika Mitra
Published 26 Apr, 2025
Hindustan Times
Bangla
২৭ এপ্রিল পঞ্চক না শেষ হওয়া অবধি করবেন না এই কাজ
পঞ্চক ২৩ এপ্রিল রাত ১২ টা ৩১ মিনিট থেকে শুরু হয়েছে এবং ২৭ এপ্রিল ভোর ৩ টে ৩৯ মিনিটে শেষ হবে।
এপ্রিলের বুধবার থেকে পঞ্চক শুরু হয়েছে।
বুধবার এবং বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পঞ্চক অশুভ বলে বিবেচিত হয় না।
যদি পঞ্চকে ধনিষ্ঠা নক্ষত্র হয়ে থাকে, তাহলে ঘাস, কাঠ ইত্যাদি পোড়ানোর উপকরণ সংগ্রহ করা উচিত নয়।
ধনিষ্ঠা নক্ষত্রে হওয়া পঞ্চকে আগুনের আশঙ্কা রয়েছে।
caco88