বাংলা নিউজ >
দেখতেই হবে > নদিয়া: সরকারি বিদ্যালয়ে চুরি করে CCTVর হার্ডডিস্ক খুলে পালাল চোর, আর কী কী চুরি গেল?
নদিয়া: সরকারি বিদ্যালয়ে চুরি করে CCTVর হার্ডডিস্ক খুলে পালাল চোর, আর কী কী চুরি গেল?
Updated: 28 Jan 2025, 09:47 PM IST Laxmishree Banerjee দিন দিন সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে আরও একটি দুঃসাহসিক চুরির ঘটনা এল সামনে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বিদ্যালয়ের পাঁচটি আলমারি ভেঙে চুরি করে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়েছে চোর। সূত্রের খবর, মঙ্গলবার সকালে বিদ্যালয় খোলার সময় নজরে আসে সবটা, প্রধান শিক্ষকের ঘরের দরজা খোলা, আলমারিতে থাকা নগদ বারো হাজার টাকাও গায়েব বলে জানান গিয়েছে। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই দোষীকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।